চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া অধিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে ৫ ফেব্রুয়ারি সকালে জেলা স্টেডিয়ামে অ্যাথলেটিক্স ও গ্রামীন ক্রীড়া প্রতিযোগিতা এবং সেরা অ্যাথলেটদের মাসব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার ছাইদুল হক, পিপিএম-সেবা, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহফুজা সুলতানা, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল প্রমুখ উপস্থিত ছিলেন।