চট্টগ্রামের ফটিকছড়ির বাগানবাজারে যুবলীগনেতা কামাল হোসেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার (০৯ মার্চ) বিকালে ইউনিয়নের চিকনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আলীগের সভাপতি আব্দুল মজিদ মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক চেয়ারম্যান রুস্তুম আলী। ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ফয়সাল আমিন পাটোয়ারীর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী রফিকুল ইসলাম বাবলু, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সাইফ, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু মুসা, সাধারণ সম্পাদক কবির রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেম্বার রফিকুল ইসলাম, ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য অলিউল্লাহ, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহ ইমরান ও বাগান বাজার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরুল আলম বাপ্পি। সভায় বক্তরা বলেন, গত শুক্রবার সন্ধ্যায় করেলা তাকিয়া নামক স্হানে বাজারে যাওয়ার সময় একদল দুষ্কুতকারী অতর্কিত হামলা চলায় স্হানীয় যুবলীগনেতা কামালের উপর। এসময় কামালে দুটি পা ভেঙ্গে দেয় তারা। যা অত্যান্ত নির্মম ও গর্হিত। এসময় বক্তারা আরো বলেন, কামাল গত নির্বাচনে নৌকার পক্ষে কাজ করেছে বলে প্রতিপক্ষ স্থানীয় চেয়ারম্যান শাহাদাত হোসেন সাজুর গুন্ডাবাহিনী এ হামলা চালিয়েছে। বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে আইন নিজেদের হাতে তোলে নেয়ারও হুমকী দেন তারা। প্রধান অতিথির বক্তব্যে রুস্তুম আলী বলেন, বাগানবাজারের নেতাকর্মীরা এভাবে আর কত নির্যাতন সহ্য করবে? যদি কামালের উপর হামলার সুষ্ট বিচার না হয় তাহলে আমরা আর আওয়ামীলীগ করবোনা। এসময় তিনি এ ঘটনা নিয়ে পুলিশ রহস্যেজনক ভূমিকা পালন করছেন বলেও অভিযোগ তোলেন। পরে একটি বিক্ষোভ মিছিল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।