ফটিকছড়িতে বঙ্গবন্ধু স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষায় টেলেন্টপুলে বৃত্তি লাভ করেছে ইশরাত খানম। সে দক্ষিন পাইন্দং সিকদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫ম শ্রেণীর থেকে এই বৃত্তি লাভ করে। ইশরাত পাইন্দং যুবলীগ নেতা নাসির উদ্দীন খান ও রহিমা বেগমের প্রথম কন্যা। গত ৮ মার্চ বিকালে ফটিকছড়ি সরকারি কলেজ হল রুমে বঙ্গবন্ধু স্মৃতি মেধাবৃত্তি পরিষদ ফটিকছড়ির উদ্যোগে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি ফটিকছড়ি এমপি খাদিজাতুল আনোয়ার সনির কাছ থেকে বৃত্তি সনদ গ্রহন করেন ইশরাত খানম। বঙ্গবন্ধু স্মৃতি মেধাবৃত্তি পরিষদের সভাপতি, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবুল বশরের সভাপতিত্বে এই সময় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী, ফটিকছড়ি পৌর মেয়র ইসমাইল হোসেন, উত্তর জেলা আ. লীগের সদস্য বখতিয়ার সাইদ ইরান, ইশরাত খানমের গর্বিত পিতা নাসির উদ্দীন খানসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।