করোনা ভাইরাস প্রতিরোধে সব দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। সরকারি নির্দেশ উপেক্ষা করে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর বাজারের দুই জন ব্যবসায়ীকে ৭ হাজার টাকা ও ভুষিরবন্দর বাজারের ৩ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
গতকাল বুধবার দুপুরের দিকে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসান। এ সময় উপজেলার রাণীরবন্দর বাজরের স্নেহা ট্রের্ডাসকে ৫ হাজার টাকা ও হাবিবুর ইলেক্ট্রিককে ২ হাজার টাকা ও ভুষিরবন্দর বাজারের ৩ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসান জানান, ২৬ মার্চ থেকে চলমান নির্দেশনা অনুযায়ী ওষুধের দোকান , কাঁচামালের দোকান (দুপুর ১টা) ব্যতীত সব ধরনের দোকান বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশ উপেক্ষা করে দোকান খোলা রাখায় ৫ দোকান মালিককে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ই-খ/খবরপত্র