রাজধানীর নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় চাকরি থেকে অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে নিউমার্কেট থানার ওসি আমিনুল ইসলাম দৈনিক মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, ‘হকার শাহজান হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।’ এছাড়া ডিএমপির মিডিয়া সেলের এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।
গত মঙ্গলবার মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেদিন এ তথ্য জানায় । তিনি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক ছিলেন।