পটুয়াখালী জেলার গলাচিপায় উপজেলা প্রশাসন চত্বরের খাজনা টোল মুক্ত সবজি বাজারে গরীব, অসহায়, সামর্থ্যহীন পরিবারের জন্য বিনামূলে বৃত্তবানদের ক্রয়কৃত শাক-সবজির কিছুটা অংশ সামর্থ্যহীন শ্রমিকের সহায়তা প্রদানের লক্ষ্যে অদ্য ৩রা ডিসেম্বর বিজয়ের মাসে স্থাপন করলেন “ ডোনেট বক্স” প্রতিপাদ্য হলো, “যাদের কেনার সামর্থ্য নাই তাদের জন্য রেখে যাই”। সুদক্ষ উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান ও তার সহধর্মিনী নাহিদা আক্তার অধ্যক্ষ বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুল, গলাচিপা, মঙ্গলবার সকাল ১০ টায় এই মহতি উদ্যোগ উদ্বোধন করেন। সুবিধাভোগী ঠাকুরানীদেবী, পরিচ্ছন্নতাকর্মী (মেথর) সহ বেশ কয়েকজন সবজি ডোনেট বক্সের প্রতিষ্ঠাতা ইউএনও এবং অধ্যক্ষ নাহিদা আক্তারের কাছ থেকে লাউ, লাল শাক পেয়ে কৃতজ্ঞতা জানান। এ সময় সবজি বাজার ব্যবস্থা কমিটির সদস্য ও প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন সহ উপস্থিত ক্রেতা সাধারণ ভির জমায়।