বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফটিকছড়ি উপজেলার ১৩নং লেলাং ইউনিয়ন শাখার দ্বি বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) বিকাল ৩টায় শাহনগর স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে মুহাম্মদ সরোয়ার হোসেন ৯৪ ভোট পেয়ে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ নাছির উদ্দিন ১৯৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ২৫২ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- উপজেলা বিএনপির আহবায়ক কর্ণেল (অবঃ) আজিম উল্লাহ বাহার। এতে প্রধান আলোচক ছিলেন- উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী। ইউনিয়ন বিএনপির সভাপতি মুহাম্মদ ফরিদ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব নাসির উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য রায়হানুল আনোয়ার রাহি ও উপজেলা যুবদলের আহবায়ক মোরশেদ হাজারীসহ শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।