বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম ::
সিংড়ায় ইন্দ্রাসন খাল বন্ধ করে মৎস্য প্রকল্পের পুকুর খনন কুয়াকাটায় শুরু হয়েছে মাসব্যাপী পর্যটন মেলা গলাচিপায় প্রাথমিক বিদ্যালয়ের উপজেলা পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট চূড়ান্ত খেলা বগুড়া শেরপুরে জামায়াতের সাথে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময় রৌমারী রাজিবপুরে ১৬ ইটভাটার ৯ টিই অবৈধ শ্রীমঙ্গলে আজ থেকে শুরু হচ্ছে ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠীর তিন দিনব্যাপী উৎসব ‘হারমোনি ফেস্টিভ্যাল মানিকগঞ্জে মাশরুমের গুরুত্ব ও উৎপাদন কৌশল নিয়ে চাষিদের প্রশিক্ষণ কর্মশালা মৃদু শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ বগুড়ায় এন্টারপ্রেনারশিপ এন্ড ব্যাসিক স্কিল ট্রেনিং প্রকল্পের সেরা ৩০ জন প্রশিক্ষণার্থীর মাঝে উপকরণ বিতরণ কালীগঞ্জে দিনব্যাপী পিঠা উৎসব

সোনাগাজীতে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার ও অপহরণ কারী ছাত্রলীগ নেতা আরমানকে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

সোনাগাজীতে অপহৃত কিশোরী স্কুল ছাত্রীকে এক মাসেও উদ্ধার করতে ব্যর্থ হওয়ায় এবং অপহরণকারী ছাত্রলীগ নেতা আরমান হোসেনকে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভিটকিম কিশোরীর পরিবার। সোমবার বিকালে সোনাগাজী পৌর-শহরের একটি রেষ্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভিকটিম কিশোরীর পিতা প্রবাসী একরামুল হক এবং মাতা সেলিনা বেগম সহ অন্যান্যরা। এসময় ভিকটিম পরিবার জানান, আমাদের মেয়ে মতিগঞ্জ আরএম হাট কে উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়ে, গত ০২ ডিসেম্বর বাড়ী থেকে স্কুলে গিয়ে আমাদের কণ্যা আর বাড়ী ফিরেনি, এই ঘটনায় তাৎক্ষনিক সোনাগাজী মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরী করি এবং পরবর্তিতে খোঁজাখুঁজি করার সময় প্রত্যক্ষদর্শী সহ বিভিন্ন সূত্রে অবগত হই যে, পাশ্ববর্তি প্রভাবশালী ছাত্রলীগ নেতা বখাটে আরমান হোসেন তার অপরাপর সহযোগী আল আমিন, আরমান হোসেন, শাখাওয়াত হোসেন কে নিয়ে মতিগঞ্জ বাসস্ট্যান্ড থেকে আমাদের কণ্যা কে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এই ঘটনা জানার পর পর বখাটে ছাত্রলীগ নেতা আরমান হোসেন সহ তার সহযোগীদের নাম উল্লেখ করে গত ০৮ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করি, যার এফআইআর নং-৭। ভিকটিম পরিবার বলেন, থানায় এজাহার দাখিলের এক মাসেও আমাদের কণ্যা কে উদ্ধারে ব্যর্থ হওয়ায় এবং অপহরণকারী বখাটে আরমান কে গ্রেফতার না করায় আমাদের একমাত্র মেয়ের নিরাপত্তা নিয়ে সংকিত। ছাত্রলীগ নেতা আরমান হোসেন এর আগেও আমাদের মেয়ে কে নানা ভাবে ইভটিজিং ও প্রেমের প্রস্তাব দিয়েছিল, বিগত সরকারের আমলে তার যথেষ্ট ক্ষমতা থাকায় আমরা ভয়ে কোন ধরনের ব্যাবস্থা নিতে পারিনি। এঘটনায় বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী পরিচালক কাজী মিজানুর রহমান মিস্টার জানান, তথ্য প্রযুক্তির এই সময়ে এক মাসেও ভিকটিম উদ্ধার কিংবা মূল আসামী গ্রেফতার করতে না পারায় আমরা উদ্বিগ্ন, আশা করি অল্প সময়ের মধ্যেই ভিকটিম কে উদ্ধার ও অহরণকারীকে গ্রেফতার করতে পুলিশ কার্যকর ভূমিকা পালন করবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com