বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম ::
সিংড়ায় ইন্দ্রাসন খাল বন্ধ করে মৎস্য প্রকল্পের পুকুর খনন কুয়াকাটায় শুরু হয়েছে মাসব্যাপী পর্যটন মেলা গলাচিপায় প্রাথমিক বিদ্যালয়ের উপজেলা পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট চূড়ান্ত খেলা বগুড়া শেরপুরে জামায়াতের সাথে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময় রৌমারী রাজিবপুরে ১৬ ইটভাটার ৯ টিই অবৈধ শ্রীমঙ্গলে আজ থেকে শুরু হচ্ছে ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠীর তিন দিনব্যাপী উৎসব ‘হারমোনি ফেস্টিভ্যাল মানিকগঞ্জে মাশরুমের গুরুত্ব ও উৎপাদন কৌশল নিয়ে চাষিদের প্রশিক্ষণ কর্মশালা মৃদু শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ বগুড়ায় এন্টারপ্রেনারশিপ এন্ড ব্যাসিক স্কিল ট্রেনিং প্রকল্পের সেরা ৩০ জন প্রশিক্ষণার্থীর মাঝে উপকরণ বিতরণ কালীগঞ্জে দিনব্যাপী পিঠা উৎসব

বিয়ের পর সিঁথিকে নিয়ে তাহসানের চমক

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

জীবনের দারুণ সময় কাটাচ্ছেন গায়ক-অভিনেতা তাহসান খান। কারণ কয়েকদিন আগেই বিয়ে করেছেন তিনি। বছরের শুরুতে ব্যক্তিজীবনে ভালো থাকার পাশাপাশি, কর্মজীবনেও দারুণ আলো ছড়ালেন। বিয়ের সুখবরের দুদিনের মাথায় প্রকাশ করলেন নিজের কথা, সুর ও কণ্ঠে নতুন গান ‘একা ঘর আমার’।
নতুন প্রজন্মের গায়িকা সিঁথি সাহাকে নিয়ে গাওয়া এই গানের ভিডিওতে দুজনে মডেল হয়েও মুগ্ধতা ছড়ালেন। তারই রেশ মিললো ৬ ডিসেম্বর রাতে রাজধানীর এক বর্ণাঢ্য প্রকাশনা উৎসবে। এদিন তাহসান-সিঁথির উপস্থিতিতে দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম রেকর্ডিংয়ের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হলো ব্যয়বহুল মিউজিক ভিডিওটি। যা প্রকাশের পরই মুগ্ধতা ছড়িয়ে চলেছে শ্রোতা-দর্শক মহলে।
এদিকে প্রকাশনা উৎসবে অংশ নিয়ে তাহসান বলেন, ‘প্রতিবছরই কাজের পরিকল্পনা করি। যদিও গতবছর মাত্র দুটি গান করেছি। তবে এ বছর অনেক বেশি গানের পরিকল্পনা করেছি। বছরের প্রথম মাসেই চারটি গান করেছি। এর মধ্যে শুরুটা করলাম, ‘একা ঘর আমার’ দিয়ে।’’
‘একা ঘর আমার’ প্রসঙ্গে গানটির এই গীতিকার-সুরকার-শিল্পী বলেন, ‘প্রেম নিয়ে এতো এতো গান লেখা হয়েছে, এতো ভালো ভালো গীতিকার গান লিখেছেন। এ কারণে আমি ভেবেছি, প্রেমের ঠিক কোন বিষয়টি নিয়ে গান লেখা হয়নি। তখন মনে হলো, মানুষ যখন কারো প্রেমে পড়ে, অনেক প্রত্যাশা থাকে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হলে কষ্ট হয়। ততোদিনে অনেক বড় ভুল হয়ে যায়। এমনো হয়, আপনি যাকে ভালোবাসেন সে যে কষ্টটা দিয়েছে, সেটি আপনি পুষে রাখছেন। আপনি কষ্টে চুরমার হয়ে যাচ্ছেন কিন্তু ভালোবাসা থেকে মুখ ফেরাতে পারছেন না। একজন মানুষকে ভালোবাসি, আবার ঘৃণাও করি, এমন কিন্তু হয়। এমন একটা অনুভূতি থেকে এই গানটা লেখা-সুর করা।’
গানটির সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। আর ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। তারাও প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত থেকে গানটি প্রসঙ্গে কথা বলেছেন।
‘একা ঘর আমার’ প্রসঙ্গে সিঁথি সাহা বলেন, ‘তাহসান ভাইয়া যেমনটা বলছিলেন, প্রেম যত দিন থাকবে, স্যাডনেস ততোদিন থাকবে। এই গানটাও স্যাড রোমান্টিক। চমৎকার একটি গান। আশা করছি শ্রোতারা মনের ও চোখের আরাম পাবেন।’
‘একা ঘর আমার’ গানটি প্রযোজনা করছে অনুপম রেকর্ডিং মিডিয়া। সিনেমাকেন্দ্রিক ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি গত চার দশকে এবারই প্রথম মৌলিক কোনও গান প্রযোজনা করেছে। সেজন্যই এটি নিয়ে প্রতিষ্ঠানটির বাড়তি যতœ চোখে পড়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com