গতকাল বুধবার সকালে দুপচাঁচিয়া উপজেলা মহিলা কলেজ মাঠে পূবালী ব্যাংক পিএলসি দুপচাঁচিয়া শাখার আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন, ব্যাংকের বগুড়া অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক এএসএম রায়হান শামীম। এসময় অধ্যক্ষ শামছুল হক আকন্দ, শাখা ব্যবস্থাপক এনামুল হক, উপাধ্যক্ষ মনোয়ারা বেগম নাজু, প্রিন্সিপাল অফিসার গোলাম রব্বানী, ব্যাংক কর্মকর্তা বিদ্যুৎ কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন। পরে কলেজের হলরুমে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বৃক্ষরোপনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন, ব্যাংকের বগুড়া অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক এএসএম রায়হান শামীম, দুপচাঁচিয়া শাখা ব্যবস্থাপক এনামুল হক।