৭ জানুয়ারি মঙ্গলবার রাতে সাগরকন্যা সমুদ্র সৈকত কুয়াকাটার হোটেল বনানী প্যালেস অডিটোরিয়ামে পটুয়াখালী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়। পটুয়াখালী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মোস্তাফিজুর রহমান সুজনের সভাপতিত্বে ও মতিউর রহমান মতির সঞ্চালনায় এ মিলনমেলার আয়োজন করা হয়। এ মিলনমেলা অনুষ্ঠানে পটুয়াখালী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১৪ ইউনিয়নের আহবায়ক সদস্য সচিব ও সিনিয়র যুগ্ন আহবায়কগন উপস্থিত ছিলেন। মিলনমেলার সাংস্কৃতিক সন্ধায় কুয়াকাটা শিল্পী গোষ্ঠী ও বাউল গানের শিল্পীর মনমাতানো গানের ছন্দে ছন্দে নেতাকর্মীদের আনন্দ দিয়ে মন ভরিয়ে তোলেন। পটুয়াখালী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মোস্তাফিজুর রহমান সুজন বলেন, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করার প্রতিশ্রুতি নিয়ে মানুষের মাঝে ধানের শীষের বার্তা পৌছে দিবো তার প্রতি আমরা স্বেচ্ছাসেবক দল পরিবার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করি। আমাদের মাঝে একটি স্বচ্ছ সংগঠন উপহার দেয়ায়। তিনি আমাদের স্বেচ্ছাসেবক দলের অবিভাক এস,এম জিলানী ভাই ও রাজিব আহসান ভাইয়ের মতো সংগঠনের দক্ষ স্বচ্ছ রাজনীতির শিক্ষক উপহার দিয়েছেন। এবং পটুয়াখালী জেলা বিএনপির সকল সংগঠনের অবিভাবক পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টির নির্দেশনায় আমারা পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন ও এনায়েত হোসেন মোহন ভাইয়ের হাত ধরে স্বেচ্ছাসেবক দলের সকল ইউনিট কে শক্তিশালী ও বেগবান করে তুলবো। এসময় কুয়াকাটা প্রেসক্লাবের সাধার সম্পাদক বিজয় টিভির কুয়াকাটা প্রধিনিধি সাংবাদিক হোসাইন আমিরসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।