পটুয়াখালীর কুয়াকাটায় শুরু হয়েছে মাসব্যাপী পর্যটন মেলা। নতুন বছরকে কেন্দ্র করে কুয়াকাটায় পর্যটকদের আগমন বাড়াতে ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) ও কুয়াকাটা প্রেসক্লাবের আয়োজনে বুধবার এই মেলার উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টের পূর্ব পাশে ট্যুরিজম পার্ক এলাকায় এই মেলার আয়োজন করা হয়। পর্যটকদের কাছে নান্দনিক করে তুলতে মেলায় নানা মনোরঞ্জনমুলক সার্কাস, পুতুল নাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান, জাদু প্রদর্শনীসহ বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর ইভেন্টের আয়োজন করেছে আয়োজকরা। মেলায় মনোরঞ্জনের ইভেন্ট ছাড়াও দেশি-বিদেশি বিভিন্ন পণ্যের ৪০টি স্টল থাকবে। টোয়াক ও কুয়াকাটা প্রেসক্লাব আয়োজিত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন পটুয়াখালী জেলা প্রশাসন। ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) ও কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। এছাড়াও আয়োজনে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম, সেনাবাহিনীর কুয়াকাটা সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাবাব আহমেদ শিবলী (আর্টিলারি), কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও কুয়াকাটা পৌর প্রশাসক মো. কৌশিক আহমেদ, কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. দেলোয়ার হোসেন, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আ. আজিজ মুসুল্লি, কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ প্রমুখ। আয়োজকরা জানায়, এ পর্যটন মেলা চলবে মাসব্যাপী। মেলায় দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা পণ্যসামগ্রীর পসরা নিয়ে আসতে শুরু করেছে। এছাড়াও মেলায় মাস জুড়ে দেশের বরণ্য শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই আয়োজনকে ঘিরে পর্যটকদের বাড়তি সারা মিলছে। মুলত কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকদের জন্য সন্ধ্যার পরে সময় কাটানোর স্থান খুবই কম সেই সংকট কাটাতে এই উদ্দ্যেগ তাই এই আয়োজনে বাড়তি পর্যটক মিলবে বলে আসা তাদের। আয়োজক কমিটি ও ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার জানান, ইতোমধ্যে হোটেল-মোটেল, রেস্টুরেন্ট সহ পর্যটকদের সেবা দেয়া সকল প্রতিষ্ঠানের সাথে আমাদের সমন্বয় হয়েছে এই মেলা চলাকালীন সময়ে হোটেলগুলোতে মিলবে বাড়তি ছাড়। ইতোমধ্যে মহাসড়কের বেশ কয়েকটি স্থানে রাস্তা খানাখন্দ থাকলেও তা প্রশাসনের সহযোগীতায় পরোপুরি ভালো হয়েছে এখন পর্যটকদের যাতায়াতে আর কোনো সমস্যা থাকলো না। তাই আমরা মনে করি এই মেলাকে কেন্দ্র করে বছরের সবচেয়ে বেশী পর্যটকের আগমন ঘটবে এই মাসে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, কুয়াকাটা পর্যটন মেলাকে কেন্দ্র করে জেলা প্রশাসকের সহযোগীতায় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে পুরো একমাসের এই আয়োজনকে কেন্দ্র করে ট্যুরিস্ট পুলিশ, সেনাবাহিনী, থানা পুলিশ, নৌ-পুলিশ জেলা-উপজেলা প্রশাসন, গোয়েন্ধা সহ বেশ কয়েকটি টিম কাজ করবে নিরাপত্তায়। এছাড়াও পর্যটকদের সুস্থ ও বাড়তি বিনোদনের ব্যবস্থা করতেই আমাদের এই আয়োজন।