বরিশালের আগৈলঝাড়া উপজেলা বাকাল ইউনিয়নের বাকাল নিরাঞ্জন বৈরাগী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বুধবার সকালে বিদ?্যায়ের সভাপতি নজরুল ইসলাম চুন্নু’র সভাপতিত্বে দুই দিনের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নজরুল ইসলাম চুন্নু বলেন, বিগত সরকার আমলে লেখাপড়ার মান ছিলোনা। পরিক্ষা না নিয়ে অটোপাস করিয়ে দিতো। আমরা কোন কতা বলতে পারতাম না। জুলাই আন্দোলনের কারনে আমরা আবার স্বাধীন দেশ পেয়েছি। যারা দেশের জন্য আন্দোলন করে শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরত কামনা করছি। যারা অসুস্থ রয়েছে তাদের আসু সুস্থতা কামনা করছি। শিক্ষা জাতীর মেরুদন্ড আর খেলা ধুলা জাতীর মান দন্ড। এসময় আরো বক্তব্যে রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম অহবায়ক শাহ্ মোহাম্মদ বখতিয়ার, উপজেলা মাধ্যমিক শিক্ষ সমিতির সভাপতি ফারহানা আক্তার, বাকাল নিরাঞ্জন বৈরাগী মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষ পুলিন বিহারী জয়ধ। অন্য দিকে একইদিন উপজেলা বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষ হরিপদ সরকার। সভায় বক্তব্যে রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.মাহাবুবর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম অহবায়ক শাহ্ মোহাম্মদ বখতিয়ার, উপজেলা মাধ্যমিক শিক্ষ সমিতির সভাপতি ফারহানা আক্তার, বিএনপি নেতা রিপন শাহ্, সাংবাদিক এসএম ওমর আলী সানি প্রমূখ।