মুন্সীগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটিকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ৩ টার দিকে জেলা শহরের কৃষি ব্যাংক সংলগ্ন সড়কে এ গণসংবর্ধনা দেয়া হয়। এতে নবগঠিত জেলা বিএনপির ৭ সদস্যের আহবায়ক কমিটিকে গণসংবর্ধনা দেয়া হয় হয়। এরআগে বুধবার সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত জেলার ১৮টি পয়েন্টে পথসভা করেন নবগঠিত আহবায়ক কমিটি সদস্যরা। গণসংবর্ধনা অনুষ্ঠিতটি আগে জেলা বিএনপি, পৌর বিএনপি, সদর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা বাদ্যযন্ত্র বাজিয়ে, বেনার-ফেস্টুন নিয়ে মিছিলে মিছিলে জেলা শহর লোকান্তরিত করে তুলেন। তারা শহীদ জিয়া জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, সিনহা ভাই জিন্দাবাদ, মহিউদ্দিন ভাই জিন্দাবাদ স্লোগানে মুখরিত করেন। মুন্সীগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব মো. মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক, সাবেক সংসদ ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সদস্য শেখ মো. আব্দুল্লাহ, শহীদুল ইসলাম মৃধা, আব্দুল বাতেন খান শামীম, সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ ও আমির হোসেন দোলন। গণসংবর্ধনা অনুষ্ঠিনটি মুন্সীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল-আলম স্বপনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক, পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র একেএম ইরাদত মানু, সাবেক জেলা বিএনপির সদস্য মো. গোলজার হোসেন, আতোয়ার হোসেন বাবুল, শ্রীনগর বিএনপির সাবেক সভাপতি মমিন আলী, সিরাজদীখান বিএনপি সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরেন, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, পৌর বিএনপির যুগ্ম- আহবায়ক আবু সুফিয়ান বিপ্লব, গজারিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মো. মজিবুর রহমান, জেলা যুবদলের আহবায়ক দেওয়ান মো. মুজিবর রহমান, সদস্য সচিব মু. মাসুদ রানা, যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট মো. আরিফ আহমেদ, জেলা ছাত্রদল সভাপতি আবুল হাসেম, ছাত্রলের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক সম্পাদক হুমায়ন আহমেদ ও পৌর ছাত্রদলের আহবায়ক মো. রোমান হোসেন প্রমুখ।
এরআগে গত (২ ফেব্রুয়ারি) সাবেক মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান সিনহা কে আহবায়ক ও সাবেক জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. মহিউদ্দিন আহমেদ কে সদস্য সচিব করে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা হয়। ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এতে ২০২১ সালের আগষ্ট মাসে করা ৫৮ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি বিলুপ্ত হয়।