বুধবার, ০১ মে ২০২৪, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
তীব্র গরমে কালীগঞ্জে বেঁকে গেছে রেললাইন, ট্রেন চলাচল স্বাভাবিক মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী দিদার পাশা জনপ্রিয়তায় এগিয়ে শ্রীপুর পৌরসভার উদ্যোগে খাবার পানি ও স্যালাইন বিতরণ অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে কর্মশালা রায়পুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা আলী আহমেদের কমলগঞ্জের মিরতিংগা চা বাগানে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা অব্যাহত পলাশবাড়ীতে প্রচন্ড গরমে ঢোল ভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে তরমুজ বিতরণ জুড়ীতে টিলাবাড়ি ক্রয় করে প্রতারিত হওয়ার অভিযোগ আনারসের পাতার আঁশ থেকে সিল্ক কাপড় তৈরির শিল্পকে সর্বাত্মক সহযোগিতা করা হবে-সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি রাউজানে পথচারীদের মাঝে যুবলীগের ফলমূল ও ছাতা বিতরণ

কবি আহমদ বাসির স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০

তরুণ কবি ও বাচিকশিল্পী আহমদ বাসিরের স্মরণে গত ২২ নভেম্বর’২০ সন্ধ্যায় বাংলাদেশ কালচারাল একাডেমির উদ্যোগে এক ভার্চুয়াল স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি বাচিকশিল্পী শরীফ বায়জীদ মাহমুদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে মেহমান হিসাবে আলোচনা করেন অধ্যাপক মোহাম্মদ মতিউর রহমান, বিশিষ্ট সমাজসেবক এম. এস. উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আ. জ. ম. ওবায়দলুল্লাহ, অধ্যাপক শিল্পী সাইফুল্লাহ মানছুর, চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্রের সভাপতি আমিরুল ইসলাম, কবি সোলায়মান আহসান, কবি আসাদ বিন হাফিজ, সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সেক্রেটারি জাকিউল হক জাকি।
কান্ডারি মুয়াজ্জেম হোসেনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত কথা রাখেন বাংলাদেশ কালচারাল একাডেমির সেক্রেটারি মো. আবেদুর রহমান। মরহুম কবির লেখা কবিতা আবৃত্তি করে বাচিকশিল্পী আহসান হাবিব খান।

কবি ওয়াহিদ আল হাসানের সঞ্চালনায় স্মরণসভায় আরও যারা আলোচনায় অংশগ্রহণ করেন কবি শরীফ আব্দুল গোফরান, ড. মাহফুজুর রহমান আখন্দ, বাচিকশিল্পী নাসির মাহমুদ, ড. ফজলুল হক তুহিন, আতিক হেলাল, মোহাম্মদ নুরুল ইসলাম, তাজ ইসলাম ও মরহুমের বড়ভাই নাসির আহমেদ বাবলু প্রমুখ।

মরহুম কবির স্মরণে বক্তারা বলেন, কবি আহমদ বাসির ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি একাধারে কবি, কথাসাহিত্যিক, সাংবাদিক, গবেষক, সম্পাদক, সংগঠক, গীতিকার ইত্যাদি গুণে গুণান্বিত ছিলেন। যেসময়ে তিনি তার প্রতিভাকে বেশি করে ঢেলে দিতে পারতেন ঠিক সেসময়ই মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন।

বক্তারা আরও বলেন, তরুণ সব্যসাচী লেখক আহমদ বাসির অর্থকষ্টে থেকেও বিরামহীনভাবে সাহিত্য-সংস্কৃতি আন্দোলন করে গেছেন। রেখে গেছেন হাজারো তরুণদের মাঝে স্বপ্নের ডালি। অধিকাংশ বক্তারা ক্ষণজন্মা এই কবির রেখে যাওয়া অসমাপ্ত কাজকে সমাপ্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি তার এতিম পরিবারবর্গের পাশে থাকার আহ্বান জানান। দোয়া পরিচালনা করেন বিসিএ চেয়ারম্যান শরীফ বায়জীদ মাহমুদ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন কালচারাল একাডেমির সহ-সভাপতি সবুজ চৌধুরী, সহ-সেক্রেটারি তাসবীর লসকর, গীতিকার তাফাজ্জল হোসেন খান, সাহিত্য সম্পাদক কবি আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক ইবরাহিম বাহারী, সাংস্কৃতিক সম্পাদক হাসানাত আব্দুল কাদের, অর্থসম্পাদক মাহফুজ চঞ্চল, চিত্রশিল্পী ইব্রাহিম মণ্ডল, মোলাকাত সম্পাদক কবি আফসার নিজাম, গীতিকার নাঈম আল ইসলাম মাহিন, বিপরীত উচ্চারণের সেক্রেটারি তাজ ইসলাম, সসাস নির্বাহী পরিচালক আব্দুল আলীমসহ ৭০ জনেরও বেশি কবি সাহিত্যিক।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর ২০২০ বুধবার রাত ১০টার দিকে মাত্র ৪০ বছর বয়সে কবি আহমদ বাসির হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। প্রেসবিজ্ঞপ্তি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com