শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম ::
মাইলস্টোন কলেজে নবম শ্রেণির বালিকাদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিদেশি প্রভুদের নিয়ে বিতাড়িত স্বৈরাচার ষড়যন্ত্র করেই যাচ্ছে: তারেক রহমান সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের সুপারিশ  ‘বিবেচনায় রয়েছে’: বদিউল আলম ১৬ বছর বঞ্চিতদের এবার অগ্রাধিকার ভিত্তিতে বইমেলয় স্টল বরাদ্দের দাবি ইসির অগাধ ক্ষমতা থাকলেও প্রয়োগে সমস্যা ছিল: বদিউল আলম আমাদের শিক্ষা কর্মসংস্থান খোঁজার মানুষ তৈরি করছে, যা ত্রুটিপূর্ণ: প্রধান উপদেষ্টা সেন্টমার্টিন: ‘স্থানীয়দের জীবিকা বনাম পরিবেশ রক্ষা’ আ. লীগ-জাপা নিষিদ্ধের দাবিতে ঢাবিতে কফিন মিছিল ১৫ বছরের জঞ্জাল সাফ করতে সময় লাগবে: মির্জা ফখরুল শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দেয়া গণমাধ্যম চিহ্নিত করা হবে

গুলতি আর মার্বেল নিয়ে ডানপিটে বালকদের এমন দৃশ্য দেখে মনে পরে কৈশোরের সেই দিনগুলি

মণীষ চন্দ্র বিশ্বাস গৌরনদী :
  • আপডেট সময় সোমবার, ১১ জানুয়ারী, ২০২১

অনেকদিন পরে গ্রামের এক রাস্থা দিয়ে যখন হেটে যাচ্ছিলাম। দেখতে পেলাম তিন ছোট ডানপিটে বালকদের দুরন্তপনা। আমি দেখলাম বালকেরা হাতে গুলতি ও মার্বেল নিয়ে এদিক-ওদিক বড় বড় চোখে তাকিয়ে গাছের  ডালের দিকে পাখিদের আনা-গোনা দেখছে। ওদের এসব দৃশ্য  দেখে স্মৃতিতে আমার মনে পরে যায় সেই কৈশোর বয়সের নানা রঙ্গের দিনগুলির কথা। আমাদের সেই সময় গুলোতে ছিলোনা কোন মোবাইল ফোন, শ্যাটেলাইট টিভি চ্যানেল,কম্পিউটার গেমস-সহ  কোন ডিজিটাল বিনোদনের ছোয়া। তখন ছিলো একমাত্র খেলার অনেক মাঠ। আজকের এই সময়ে এতো বিনোদনের মাঝেও এই তিন ডানপিটে বালকদের এমন দৃশ্য আমার কাছে অবাক লেগেছে।ওদের নাম জিজ্ঞেস  করলে, কোন উত্তর নেই। আমার দিকে শুধু সবাই এক পলক তাকিয়ে দেখলো। খেয়াল কেবল গাছের ডালের দিকে। বললাম তোমাদের নাম কি, কোথায় পরাশুনা করো তোমরা? সবাই এক সাথে বললো দেবগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে।একজন বললো আমার নাম মানব, আরেকজন বললো আমার নাম উৎসব অন্য জনের নাম বললো দুর্জয়। আমি বললাম তোমরা কেন পাখি শিকার করছো? এটাতো অপরাধ!  পাখিরা আমাদের দেশের অতিথি। পাখি শিকার করা ঠিক না, এটা চরম অপরাধ।তোমাদের কি কেউ কখনো পাখি শিকার করতে নিষেধ করেনি!  সবাই একসাথে বললো না!ওদের সবাইকে আমি বললাম তোমরা পাখি শিকার করতে পারো? বলোতো কি কি পাখি আছে আমাদের দেশে, সেসব পাখির নাম বলতে পারো? ওরা তিনজনই বলতে লাগলো- ঘুঘু, দোয়েল, বক, মাছরাঙ্গা, শালিক, বুলবুলি, চরুই ?সহ বিভিন্ন পাখির নাম। স্কুলে যাও কিনা প্রতিদিন এ প্রশ্ন করলেই বললো,  করোনার কারনে আমাদের স্কুল বন্ধ। তাই বিকেল বেলা যখন বাড়ী থেকে বের হই তখন কাউকে কিছু না দেখিয়ে পকেটে  করে মার্বেল ও গুলতি নিয়ে এসে  পাখি শিকার করি।  আমি যখন চলে আসি তখন ওদের বললাম দেখো তোমরা পাখি শিকার না করে অন্য কিছু নিয়ে  সময় কাটাবে। ওরা  আমার প্রশ্নের কোন উত্তর দিল না। বললাম বিকেল বেলা ফুটবল খেলতে পারো, ব্যাডমিন্টন খেলতে পারো, ক্রিকেট খেলতে পারো বা অন্য আরও অনেক খেলা আছে সেগুলো  খেলতে পারো। পাখি শিকার করা এটা কোন খেলা নয়। ওদের বুঝিয়ে বললাম তোমরা যে পাখিটা শিকার করছো, ওই পাখিটারতো বাবা মা আছে, ভাই বোন আছে, তার বাচ্চা আছে , কি তাইনা? ওদের যদি তোমরা আহত বা হত্যা করো তাহলে তার  বাচ্চারা কি খাবে, বলতে পারো? এমন প্রশ্নে তিন  বালক কিছু একটা ভাবতে  থাকে। ওই  তিন বালককে  বুঝিয়ে বলি  কখনো পাখিদের গুলতি বা অন্য কিছু দিয়ে আহত বা হত্যা করবে না, বুঝলে। এ কথা বলে  একটু সামনে এগুলেই দেখতে পাই এক বালকের অভিভাবকে। তাকে আমি  বললাম আপনাদের সন্তানরা যেন  নিয়মিত স্কুলে যায় ও ভালোভাবে পড়াশুনা করে সেই দিকে একটু খেয়াল দিবেন। পাখি শিকারে নিরুৎসাহিত করবেন। তিনি আমাকে প্রতিশ্রুতি দিলেন তাদের সন্তানরা আর পাখি শিকার করবেনা। অন্যদেরও তিনি নিরুৎসাহিত  করবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com