সফরকারী ওঃ ইন্ডিজ এবং স্বাগতিক বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ঢাকায় শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম দুই ম্যাচে ওঃ ইন্ডিজের উপর একচেটিয়া প্রাধান্য বিস্তার করে খেলে সহজ জয় পেয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে তামিম, মুশফিক, সাকিবরা। আজ সোমবার সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহম্মেদ ষ্টেডিয়ামে। আজ যদি টাইগাররা জয়লাভ করতে পারে তাহলে ক্যারিবিয়ানরা হোয়াইটওয়াশ হবে স্বাগতিকদের কাছে। ফলাফলটা সেরকমই হবে বলে ক্রিকেট বোদ্ধাদের ধারনা। অনেকেই বলছেন কাইরোন পোলাড, সুনীল নারিন, সিমন্স, ব্রাভোরা না থাকায় এ দলকে দ্বিতীয় দল বলে মনে করছেন সকলেই। দলের নিয়মিত সিনিয়র খেলোয়াররা যদি থাকতো তাহলে হয়তো এতো সহজেই প্রতিপক্ষকে এভাবে হারাতে পারতোনা টাইগাররা। যাই হোক তারপরেও দেশের কোটি কোটি ক্রিকেট পাগল নিজ দলের জয় প্রত্যাশাই করছেন। এবং হোয়াইটওয়াশ হোক ক্যারিবিয়ানরা এটাও সকলের মনের ইচ্ছা। দীর্ঘদিন ক্রিকেট থেকে বাহিরে ছিলো টাইগাররা। খেলায় ফিরে তুলনামূলক দূর্বল প্রতিপক্ষ পেয়ে নাচাচ্ছে তাদের মনের মতো। তুলে নিয়েছে একের পর এক জয়। শেষ ভালো যার সব ভালো তার। তাই আজ যদি টাইগাররা জয়লাভ করতে পারে তাহলে রেংকিংয়েও পয়েন্ট বাড়বে। ওয়ানডে সিরিজের পর রয়েছে দু টেষ্টের সিরিজ। টেষ্টে সব সময়ই প্রতিপক্ষের চেয়ে দূর্বল থাকে টাইগাররা। ওয়ানডে ক্রিকেটে স্বাগতিক হলে ভালোই খেলে থাকেন। সকলের ধারণা নিজ মাটিতে তামিমরা সব সময়ই নাকি ফেবারিট থাকে।