দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস্ অব বাংলাদেশ (আইসিএমএবি) এর কাউন্সিল সভায় নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সোনাগাজীর ছেলে আবু বকর ছিদ্দিক এফসিএমএ এবং সচিব হয়েছেন কাজী মুহাম্মদ জিয়াউদ্দীন এফসিএমএ। শনিবার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সভায় আইসিএমএবির জ্যেষ্ঠ সহ-সভাপতি হয়েছেন মো. মামুনুর রশিদ এফসিএমএ, সহ-সভাপতি হয়েছেন মো. মনিরুল ইসলাম এফসিএমএ এবং কোষাধ্যক্ষ হয়েছেন একেএম কামরুজ্জামান এফসিএমএ। নতুন দায়িত্ব গ্রহণের পূর্বে আবু বকর ছিদ্দিক এফসিএমএ প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে (২০২০) দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘদিন আইসিএমএবি’র নির্বাহী পরিচালক পদে দায়িত্ব পালন করেন। একইসঙ্গে তিনি ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন। তাছাড়া তিনি বিভিন্ন সময়ে আইসিএমএবির কাউন্সিলে নির্বাচিত হয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে কোহিনুর কেমিক্যাল কোম্পানি (বিডি) লিমিটেড এবং রিদিশা গ্রুপ-এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও সিএফও হিসেবে কর্মরত রয়েছেন। আবু বকর সিদ্দিক সোনাগাজীর সোনাপুর গ্রামের ঐতিহাসিক মিয়া বাড়ীর সন্তান, তিনি উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরনের জেঠাতো ভাই।