রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৫৯ অপরাহ্ন

মুন্সীগঞ্জে মোট করোনায় আক্রান্ত ১০৯ জন

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১ মে, ২০২০

মুন্সীগঞ্জে নতুন করে আরও ৩০ জন করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনা রোগী শনাক্ত হলো ১০৯ জন।

জানা গেছে, নতুন শনাক্তের মধ্যে ২ জন চিকিৎসক, ৩ জন নার্স, ১ জন ব্রাদার ও সিভিল সার্জন অফিসের ১ জন স্যানিটারি ইন্সপেক্টর রয়েছে।

আজ শুক্রবার (১লা মে) দুপুর ২টার দিকে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন শনাক্তের মধ্যে সদর উপজেলায় ৮ জন, গজারিয়া উপজেলায় ২ জন, সিরাজদিখান উপজেলায় ৯ জন, টঙ্গীবাড়ি উপজেলায় ২ জন, শ্রীনগর উপজেলায় ১ জন ও লৌহজং উপজেলায় ৮ জন রয়েছে।

সিভিল সার্জন জানান, গত ২৬ তারিখে ঢাকার আইইডিসিআর এ পাঠানো নমুনা থেকে ২৮টি ও গত ২৯ তারিখ ঢাকার নিপসম এ পাঠানো নমুনার ২টি রিপোর্ট পজিটিভ এসেছে। এছাড়াও আইইডিসিয়ারে পাঠানো গত ২৪ এপ্রিলের ৩২টি ও ৬৬টি নমুনা পাঠানো হয়েছে নিপসমে।

এমআর




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com