মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম ::
অতি বাম আর অতি ডান মিলে সরকার উৎখাতে কাজ করছে ——— প্রধানমন্ত্রী মহান মে দিবসে সকল মেহনতি মানুষকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও অভিনন্দন শ্রমিক অধিকার লঙ্ঘনের জরিমানার অঙ্ক বাড়ানো হয়েছে: আইনমন্ত্রী পলাশবাড়ীতে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা মুকসুদপুরে কৃষি যন্ত্রপাতি বিতরণ মহাসড়কে গাড়ি চালকদের শরবত খাওয়াচ্ছেন মাদ্রাসার ছাত্ররা বাঘায় অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে মুসলিম এইড বাংলাদেশ নাজিরপুরের শেষ সীমানা বানিয়ারী গ্রামের মরা বলেশ^র নদীর ভরাট চর নিয়ে শত বছরের দ্বন্দ্ব নিরসনের চেষ্টা দুই উপজেলা প্রশাসনের দীঘিনালায় মসজিদ নির্মাণ কাজ নিয়ে তামাশা ধনবাড়ীতে আইনশৃঙ্খলা সভা

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত

খবরপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৭ জুলাই, ২০১৮

ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জ এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাচ্চু (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত বাচ্চু মাদক ব্যবসায়ী ছিলেন। তাঁর নামে কোতোয়ালি থানায় ১৫টি মামলা রয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনাটি ঘটে। ময়মনসিংহ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, শম্ভুগঞ্জ বাজারের পাশে একটি জায়গায় বসে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক ভাগাভাগি করছে। ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে মাদক ব্যবসায়ীরা ইটপাটকেল নিক্ষেপ ও গুলি ছুড়তে শুরু করে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এ সময় মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ওই এলাকা তল্লাশি করে বাচ্চুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে ২০০ পিচ ইয়াবা বড়ি ও চারটি গুলির খোসা উদ্ধার করেছেন অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা।

ওসি আশিকুর রহমান বলেন, ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় গোয়েন্দা শাখার কনস্টেবল সেলিম ও রাশেদ আহত হয়েছেন। তাঁরা ময়মনসিংহ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com