মুন্সীগঞ্জে নতুন করে ৭ জনের করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। এখন পর্যন্ত জেলায় করোনা সনাক্ত হলো ২০৪ জন। মারা গেছে ৮ জন। আক্রান্ত নতুনদের মধ্যে সদর উপজেলা ৪, লৌহজং ১, এবং শ্রীনগর উপজেলা ২ জন।
আজ বুধবার বেলা ১২ টার দিকে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, জেলায় নতুন করোনা সনাক্ত হয়েছে ৭ জন।
এদিকে, গতকাল মঙ্গলবার মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে থাকা একজন স্বাস্থ্যকর্মী (৩৬)-কে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। করোনা পরীক্ষার জন্য তার নমুনা কয়েকদিন আগে সংগ্রহ করা হয়েছিল। তিনি বাগেশ্বর কমিউনিটি ক্লিনিকের সি,এইচ,সি,পি।
আর এ পর্যন্ত সুস্থ হয়েছে ৪ জন। তারা হলেন- সিরাজদিখানের আবিরপাড়ার গীতা রানী পাল (৭০) ও তার পুত্র দীপক পাল (২৬), শ্রীনগরের ফৈনপুরের মোঃ মহিউদ্দিন (৬০) ও মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালের পানাম গ্রামের মায়া বেগম (৪২)।
এমআর/প্রিন্স