রাজশাহীর তানোরে আদিবাসী সম্প্রদায়ের কবরস্থান দখল করে গাছ লাগানোর অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার জগদিসপুর গ্রামে ভুতকুড়ি নামক কবরস্থান দখলের ঘটনা ঘটেছে। কবরস্থান রক্ষার জন্য ওই পল্লীর আদিবাসী সম্প্রদায়ের ১৫ জন ব্যক্তি সাক্ষরিত লিখিত অভিযোগ দিয়েছেন নির্বাহী অফিসার বরাবর। এ ঘটনায় আদিবাসী ও একইগ্রামের দখলদার রজব আলীর মধ্যে বিরাজ করছে চরম উত্তেজনা। অভিযোগে উল্লেখ, মুন্ডুমালা পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত জগদিসপুর মৌজার ১৭৫ দাগে ভুতকুড়িতে দীর্ঘদিন ধরে জগদিসপুর গ্রামের ৬০ টিরও বেশী আদিবাসী সম্প্রদায় কবরস্থান হিসেবে ব্যবহার করে আসছে। এ অবস্থায় সম্প্রতি ওই গ্রামের বাসিন্দা রজব আলী কবরস্থান দখল নিতে গাছ লাগিয়েছে। সরেজমিনে দেখা যায়, জগদিসপুর গ্রামের দক্ষিন দিকে অবস্থিত আদিবাসীদের ভুতকুড়ি কবরস্থান। সেখানে নতুন ভাবে গাছ লাগানো হয়েছে। মিডিয়া কর্মীদের উপস্থিতিতে আদিবাসীরা অভিযোগ করেন, বাপ, মা, তাদের সন্তানদের বুকের উপরে গাছ লাগিয়ে জনৈক রজব আলী কবরস্থান দখল করেছে। আদিবাসী সম্প্রদায়ের ৬০ বছরের বৃদ্ধা মনিকা মারডিসহ জারমান মুরমুর স্ত্রী আগসচিন হেমরম, পাউলুস, দরদি হেমরম সহ অনেকেই অস্থির হয়ে অভিযোগ করেন, এখন থেকে কেই মারা গেলে তাদের দাফন করার জায়গাটুকুও হারিয়ে গেল। অথচ স্বাধীনতার অনেক আগে থেকে এই জায়গা কবরস্থান হিসেবে ব্যবহার হয়ে আসছে। এখানে র্প্বূ পুরুষদের কবর রয়েছে। এই কবরস্থানে মুন্ডমালা পৌরসভা সৌর বিদ্যুৎ বসিয়ে কবরস্থান আলোকিত করে রাখে। ওদিকে অভিযুক্ত রজব আলী অভিযোগ অস্বীকার করে জানান, যেখানে গাছ লাগানো হয়েছে সেটি তাদের ক্রয়কৃত জায়গা। জমির পূর্ব মালিক এরফানের কাছ থেকে কিনা হয়েছে। কবরস্থানে হঠাৎ গাছ লাগানো কেন এমন প্রশ্ন করা হলে রজব আলী কোন সদুত্তর দিতে পারেনি। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।