চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আমুয়াকান্দি গ্রামে মৃত হাজী আমিন উদ্দিনের বড় ছেলে মানুষ গড়ার কারিগর গোলাম হোসেন মাস্টার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…. ….রাজেউন)। রবি বার (২৯আগস্ট) সকাল ৭টা ৩০ মিনিটে ঢাকা সিএমএস হাসপাতালে বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, ৩ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রবি বার আছর বাদ জানাযার নামাজ শেষে আমুয়াকান্দি গ্রামে কবরস্থানে দাফন করা হয়। ব্যক্তিগত জীবনে তিনি একজন সহজ সরল মনের মানুষ ছিলেন। মরহুমের মৃত্যুতে আশপাশের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। মরহুমের আত্মর শান্তি কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়েছেন ভাই ও আত্মীয়-স্বজনরা। জানাজায় অংশগ্রহণ করেন গজরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সানাউল্লাহ মোল্লা, সাধারণ সম্পাদক ওয়াদুদ সরকার, ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, গজরা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড মেম্বার জাহিদ হোসেন,তাইজুল ইসলাম মাস্টার, ওসমান গনি খান, দেওয়ান দুলাল মাস্টার, আক্তার মাস্টার, সহ বিভিন্ন গ্রাম ,অন্যান্য ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।