নরসিংদীর বেলাবতে এক কৃষকের জমির পাশে, আইলের পাশে ও খালের পারে লাগানো সব কাঠ ও ফলের গাছ ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৮ সেপ্টেম্বর) রাতের কোনও এক সময়ে উপজেলার পাটুলী ইউনিয়নের ভাবলা গ্রামের চাষি মো. শেখ শাহজাহান ওরফে বুলবুল শেখের গাছ ভেঙে এ ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। প্রায় ৫০-৬০ টি গাছের চারা ভেঙে দেয় তারা। কৃষক শেখ শাহজাহান বলেন, বৃহস্পতিবার সকালে আমাদের গ্রামের একজন এসে আমাকে খবর দেয় আমার লাগানো গাছ কে বা কারা ভেঙে দিয়েছে। গিয়ে দেখি জমির পাশে সারিবদ্ধ ভাবে লাগানো সব গাছ ভেঙে ফেলেছে কে বা কারা। তিনি জানান, গাছগুলোর বয়স ৫-৬ মাস। এখন নতুন কুড়ি আর নতুন ডালপালা নিয়ে সুন্দরভাবে বেড়ে উঠছিল । এখন গাছগুলো কেটে ফেলায় তার বিরাট ক্ষতি হয়ে গেছে। তিনি আরও বলেন, কারও সাথে আমার ব্যক্তিগত বিরোধ নেই। কৃষকের ছেলে সুজন শেখ বলেন, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। ফোনে খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে গেছে বলে জানায় সে।