করোনাভাইরাস এর কারণে দীর্ঘ দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর সীমিত পরিসরে স্বাস্থ্য বিধি মেনে খুলে দেয়া হলো শিক্ষা প্রতিষ্ঠান। এতে আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে শিক্ষা প্রতিষ্ঠান। গজারিয়া উপজেলা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দ ঘন পরিবেশে শিক্ষা কার্যক্রম পূনরায় চালু করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী। এবং ছাত্র ছাত্রীদের মাস্ক পরিয়ে দেন। এই সময়ে ছাত্র ছাত্রীদের মাঝে প্রানের সঞ্চার ফিরে আসে। আরো উপস্থিত ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় সভাপতি হাফিজ আহমেদ, সাবেক পরিচালক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্বিবদ্যালয়। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মোঃ জাকির হোসেন, বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মোঃ মিজানুর রহমান প্রধান, অন্যতম দাতা সদস্য, এ কে এম আমিরুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য, শহিীদ মুক্তিযুদ্ধা নজরুল ইসলামের ছোট ভাই ও ম্যানেজিং কমিটির সদস্য এবং শিক্ষক বৃন্দ।