বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম ::
তীব্র গরমে কালীগঞ্জে বেঁকে গেছে রেললাইন, ট্রেন চলাচল স্বাভাবিক মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী দিদার পাশা জনপ্রিয়তায় এগিয়ে শ্রীপুর পৌরসভার উদ্যোগে খাবার পানি ও স্যালাইন বিতরণ অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে কর্মশালা রায়পুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা আলী আহমেদের কমলগঞ্জের মিরতিংগা চা বাগানে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা অব্যাহত পলাশবাড়ীতে প্রচন্ড গরমে ঢোল ভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে তরমুজ বিতরণ জুড়ীতে টিলাবাড়ি ক্রয় করে প্রতারিত হওয়ার অভিযোগ আনারসের পাতার আঁশ থেকে সিল্ক কাপড় তৈরির শিল্পকে সর্বাত্মক সহযোগিতা করা হবে-সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি রাউজানে পথচারীদের মাঝে যুবলীগের ফলমূল ও ছাতা বিতরণ

নতুন সিনেমায় সজল

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। নাটকের পাশাপাশি তিনি সিনেমায় অভিনয় করে যাচ্ছেন। তার অভিনীত পাঁচটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এর মধ্যে আর একটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে এ সিনেমা। নাম ‘সুবর্ণভূমি’।
সিনেমাটিতে সজল অভিনয় করছেন একজন বীর মুক্তিযোদ্ধার চরিত্রে। এরই মধ্যে ঢাকার অদূরে পুবাইলে চার দিন শুটিং করেছেন তিনি। জাগো নিউজকে সজল বলেন, ‘মুক্তিযুদ্ধের গল্প বরাবরই আমাকে টানে। নাটক আর টেলিছবিতে এমন গল্পের প্রস্তাব পেলে লুফে নিই। মুক্তিযুদ্ধের সময় অনেকগুলো ঘঠনা ঘঠেছে তার একটি নিয়ে ‘সুবর্ণভূমি’ নির্মিত হচ্ছে।’
সজল অভিনীত নাদের চৌধুরীর ‘জ্বীন’, হৃদি হকের ‘১৯৭১ সেইসব দিন’, উজ্জ্বল ও নবী পরিচালিত ‘পাপড্যাডি’, অনন্য মামুনের পরিচালনায় ‘জাহানারা’ নামের ছবিগুলো মুক্তির মিছিলে রয়েছে। প্রতিটি সিনেমা নিয়েই আশাবাদী সজল। অভিনেতা বলেন, ‘এসব ছবিতে একেকটি চরিত্র একেক রকম। কোনো সিনেমায় আমি ২৫ বছরের যুবক, কোনো সিনেমায় আমি চল্লিশোর্ধ্ব একজন নেতিবাচক চরিত্রের মানুষ, আবার কোনো সিনেমায় আমি উদ্ভাবক, ‘জ্বীন’ তো জিন-ভূতের গল্প নিয়ে সিনেমা। তাই প্রতিটি সিনেমাই দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পাবে বলে আমার বিশ্বাস। সময়ের সঙ্গে সঙ্গে সিনেমার গল্প বলার ধরন বদলে গেছে। আমাদের সিনেমা এখন অনেক উন্নত, আরও আধুনিক হয়েছে। তাই প্রত্যাশা বেড়েছে আমার অভিনীত প্রতিটি সিনেমা নিয়ে।’ ‘সুবর্ণভূমি’ সিনেমাটি পরিচালনা করছেন জাহিদ হোসেন। অভিনেতা সজল ছাড়াও আছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, ওমর সানী, স্নিগ্ধা, শবনম পারভীন, শাওন আশরাফ, কানিজ সুবর্ণা, সিনহা, মধু, আবুল হোসেন প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com