শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম ::
খেলাধুলার মাধ্যমে মাদককে সমাজ থেকে বিতাড়িত করতে হবে-মাফরুজা সুলতানা মাইলস্টোন কলেজে নবম শ্রেণির বালিকাদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিদেশি প্রভুদের নিয়ে বিতাড়িত স্বৈরাচার ষড়যন্ত্র করেই যাচ্ছে: তারেক রহমান সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের সুপারিশ  ‘বিবেচনায় রয়েছে’: বদিউল আলম ১৬ বছর বঞ্চিতদের এবার অগ্রাধিকার ভিত্তিতে বইমেলয় স্টল বরাদ্দের দাবি ইসির অগাধ ক্ষমতা থাকলেও প্রয়োগে সমস্যা ছিল: বদিউল আলম আমাদের শিক্ষা কর্মসংস্থান খোঁজার মানুষ তৈরি করছে, যা ত্রুটিপূর্ণ: প্রধান উপদেষ্টা সেন্টমার্টিন: ‘স্থানীয়দের জীবিকা বনাম পরিবেশ রক্ষা’ আ. লীগ-জাপা নিষিদ্ধের দাবিতে ঢাবিতে কফিন মিছিল ১৫ বছরের জঞ্জাল সাফ করতে সময় লাগবে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে তিন দফা দাবিতে উদীচীর প্রতিবাদ সমাবেশ

মনসুর আহাম্মেদ, ঠাকুরগাঁও :
  • আপডেট সময় রবিবার, ১২ জুলাই, ২০২০

রাষ্ট্রায়ত্ত সব পাটকল বন্ধ ঘোষণা ও শ্রমিক-কর্মচারীদের জোর করে গোল্ডেন হ্যান্ডশেক দেওয়াসহ স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনা প্রতিরোধ এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার(১১ জুলাই) সকাল ১১টায় ঠাকুরগাঁও চৌরাস্তায় উদীচী ঠাকুরগাঁও জেলা সংসদ এই কর্মসূচী পালন করে। সভাপতিত্ব করেন উদীচী জেলা সংসদের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য সেতারা বেগম। সমাবেশে উদীচীর বিভিন্ন নেতা কর্মীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন উদীচী ঠাকুরগাঁও জেলা সংসদের সহসভাপতি এমএস আহমেদ রাজু, অমল টিক্কু, উপজেলা সিপিবির সভাপতি আহছানুল হাবিব বাবু, ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি আবু বক্কর সিদ্দিক, জেলা ঘাতক-দালাল নির্মুল কমিটির সদস্য সচিব সুচরিতা দেব, লেখিকা জুঁই জেসমিন, নিরাপদ সড়ক চাই ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আবু মহিউদ্দীন প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের প্রধান অর্থকরি খাত সোনালী আঁশ বলে খ্যাত পাট শিল্পকে ধ্বংস করার জন্য বিগত দিনের বিএনপি সরকারের মতোই এই সরকারও পাটকলগুলো বন্ধ করে দিচ্ছে। শুধু পাটকলই নয়, শ্রমজীবীদের বহু শ্রমত্রেও রুদ্ধ করে দেওয়া হচ্ছে। দুর্নীতিবাজ আমলা-কর্মকর্তা ও তাবেদারি নেতা কর্মীদের বহাল তবিয়তে রেখে কর্মহীন করা হচ্ছে মেহনতি শ্রমিকদের। করোনা পরিস্থিতিতে সরকারের নানা লুটপাট ও চরম ব্যর্থতার চিত্র উন্মোচিত হয়ে গেছে। এই সরকার সাধারণ মানুষের স্বার্থের চেয়ে ব্যবসায়ী ধনীক শ্রেণির স্বার্থকে প্রাধান্য দিচ্ছে।

বক্তাগন, দূর্নীতিবাজ মন্ত্রী ও কর্মকর্তাদের অপসারণ এবং অবিলম্বে সরকারিভাবে করোনা পরীক্ষার জন্য আরোপিত ফি বাতিলসহ এর সকল চিকিৎসা বিনামূল্যে করার আহবান জানান। এছাড়াও তাঁরা ঠাকুরগাঁয়ে পিসিআর ল্যাব ও আইসিইউ স্থাপনের দাবী জানান। তারা আরও বলেন, সরকারের স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনাসহ অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গেলেই ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জড়িয়ে প্রতিবাদকারীদের জেলে পোরা হচ্ছে এবং মুক্তবাক, মুক্তচিন্তা ও গণতান্ত্রিক মত প্রকাশের অধিকার হরণ করা হচ্ছে।

চারিদিকে ভয়ের সংস্কৃতি ছড়িয়ে দিয়ে মতার অন্যায্য ব্যবহার নিশ্চিত করার অপচেষ্টা চলছে। সভাপতি সেতারা বেগম বলেন, এভাবে আর চলতে দেয়া যায় না। এজন্যে ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে তিনি সকল স্তরের জনগণ, শ্রমজীবী ও পেশাজীবী শ্রেণিকে স্ব স্ব জায়গা থেকে প্রতিবাদ মুখর হওয়ার আহবান জানান।

এমআইপি/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com