নওগাঁর রাণীনগরে করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া দিনমজুর, রিকশাচালক, হোটেল শ্রমিক, হতদরিদ্র, দু:স্থ ও অসহায় মানুষদের মাঝে সরকারী ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের তত্ত্বাবধানে উপজেলার ৮টি ইউনিয়নের ২হাজার কর্মহীন মানুষদের মাঝে ১০কেজি চাল, ১কেজি আলু, আধা কেজি লবন ও ১টি করে সাবান বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষ, জনস্বাস্থ্য ইঞ্জিনিয়ার ইকরামুল বারী প্রমুখ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান জানান সরকারের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ ত্রাণ সামগ্রী উপজেলা প্রশাসনের কাছে মজুদ আছে। এই সংকট যতদিন চলবে ততদিন প্রয়োজন সাপেক্ষে কর্মহীন মানুষদের মাঝে প্রয়োজনীয় এই ত্রাণ সামগ্রী বিতরন কার্যক্রম অব্যাহত রাখা হবে। কাউকে খাবারের জন্য ঘরের বাহিরে আসতে হবে না। আমরাই খাবার সামগ্রীগুলো ঘরে ঘরে গিয়ে পৌছে দিয়ে আসবো। শুধুমাত্র করোনা ভাইরাস প্রতিরোধে বেধে দেওয়া নিয়ম-কানুনগুলো উপজেলাবাসীকে সঠিক ভাবে মেনে চলার অনুরোধ জানাচ্ছি।