গাজীপুরের কালীগঞ্জে মতিউর রহমান খন নামের এক গরু খামারীকে এলোপাতাড়ি মারধর ও হাত মুখ বেধে গোয়াল ঘর থেকে ৬টি গাভী গরু ডাকাতি করে নিয়ে যাওয়ার ৭ দিন পর এক ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তার নাম নাহিদ হাসান(২৫) সে বগুড়া জেলার শিবগঞ্জ থানার খেওনি বিন্নাচাপড় এলাকার আফতাব আলীর ছেলে। পুলিশ তার কাছ থেকে ডাকাতি হওয়া বাছুরসহ একটি গরু ও নগদ এক লাখ চল্লিশ হাজার টাকা উদ্ধার করে। গাজীপুর গোয়েন্দা পুলিশের এসআই মোঃ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৩ এপ্রিল রাত আনুমানিক ২ টার দিকে কালীগঞ্জের আজমতপুর এলাকার মতিউর রহমানের খামার থেকে ১০-১৫ জনের একটি ডাকাত দল হাটাৎ করে এসে বারান্দায় বসে থাকা খামারিকে অস্ত্রের মুখে জিম্মি করে তার হাত মুখ বেঁধে ফেলে। পরে তাকে বেধড়ক মারধর করে আম গাছের সাথে বেঁধে রাখে। এ সময় মতিউর রহমানের খামারে থাকা ৩ টি গাভী ও তার ভাতিজা ইউপি সদস্য ফারুক খানের খামারে থাকা আরো তিনটি গাভী গরু নিয়ে যায় ওই ডাকাতরা। এ ঘটনায় কালিগঞ্জ থানায় মামলা দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে ওই ডাকাত চক্রের সদস্য মোঃ নাহিদ হাসানকে ঢাকার আশুলিয়া থানার নিশ্চিন্তপুর এলাকা থেকে গ্রেফতার এবং তার কাছ থেকে নগদ এক লাখ চল্লিশ হাজার টাকা উদ্ধার করা হয়। সোমবার তাকে গাজীপুর আদালতে হাজির করা হলে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এ সময় সে তার সহযোগীদের নাম প্রকাশ করে।