বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম ::
ধনবাড়ীতে পান চাষে লাভবান হওয়ার স্বপ্ন আগ্রহ বাড়ছে চাষীদের ফটিকছড়িতে দু’দশক ধরে সযত্নে সালাউদ্দিন কাদের চৌধুরীর নামফলক সুনামগঞ্জে রমজানের আগেই দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনার আহবান জানালেন আরিফুল হক চৌধুরী নগরকান্দা ও সালথায় ডেভিল হান্টের আওতায় তিন ইউপি চেয়ারম্যান আটক কাপাসিয়া ধরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা জামালপুরে অশ্লীল নৃত্য বন্ধ করতে বলায় মাদ্রাসার প্রিন্সিপালকে মারধর, প্রতিবাদে জনতার বিক্ষোভ পাবর্তীপুর উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে মানববন্ধন মুন্সীগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটিকে গণসংবর্ধনা কমলগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ চকরিয়ার ফাসিয়াখালীর বনে পাতানো ফাঁদে পড়ে আরো এক হাতির মৃত্যু!

প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুললেন ধনবাড়ীর ছেলে সুমিত

জহিরুল ইসলাম মিলন (ধনবাড়ী) টাঙ্গাইল :
  • আপডেট সময় সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ প্রদান করা হয়। এ সময় জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার রেজওয়ান শাহরিয়ার সুমিত প্রযোজিত ও পরিচালিত সরকারি অনুদানপ্রাপ্ত ‘নোনাজলের কাব্য’ চলচ্চিত্রে প্রভাবশালী চেয়ারম্যানের চরিত্রে নিখুঁত অভিনয়ের জন্য ‘শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে’র পুরস্কার দেয়া ফজলুর রহমান বাবুকে। ক্যারিয়ারের প্রথম সিনেমা দিয়েই বাজিমাত করলেন রেজওয়ান শাহরিয়ার সুমিত। সেরা সিনেমা (যুগ্মভাবে), সেরা পরিচালক, যুগ্মভাবে সেরা অভিনেত্রী, সেরা কাহিনিকারসহ সর্বোচ্চ সাতটি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ জিতেছে তরুণ এই নির্মাতার অনুদানের ছবি ‘নোনাজলের কাব্য’। প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুললেন রেজওয়ান শাহরিয়ার সুমিত। বর্ণাঢ্য আয়োজনে অসংখ্য গুণীজনের উপস্থিতিতে পুরস্কার গ্রহণের অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, ‘গতকাল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অনেকেই বলেছেন, বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন রেজওয়ান শাহরিয়ার সুমিত। তা ছাড়া বেশ ক’জন সিনিয়রও বলেছেন, ভারতীয় উপমহাদেশে এত কম বয়সে কোনো পরিচালক জাতীয় পুরস্কার পায়নি। যদিও এ তথ্য নিয়ে আমার দ্বিধা আছে। কারণ আমিও এ সম্পর্কিত সঠিক তথ্য জানি না। অবশ্য এটা বলাও মুশকিল। তবে মাননীয় প্রধানমন্ত্রীসহ এত গুণীজনদের উপস্থিতিতে পুরস্কার গ্রহণ ও এমন বিচ্ছিন্ন কিছু কথা শুনে আমি খুব নার্ভাস হয়ে গিয়েছিলাম।’ তিনি আরো বলেন, ‘সিনেমার পুরো কাজটি টিমওয়ার্ক। এজন্য প্রথমে টিমের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আর কাজের প্রতি ভালোবাসা মূল বিষয়। তবে এই প্রাপ্তি মানে প্রকৃতি তার ফিডব্যাক দিয়েছে। কারণ এই চলচ্চিত্রের জন্য আমি চাকরি ছেড়েছি। আমার বউ-বাচ্চাকে গ্রামের বাড়ি পাঠিয়ে দিয়েছি। এসব মিলিয়ে খুবই মানসিক একটা চাপে ছিলাম। এই পুরস্কার পাওয়ার পর মানসিক প্রশান্তি পেয়েছি।’ ‘নোনাহজলের কাব্য’ এর কাহিনি আবর্তিত হয়েছে, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের জেলেদের দৈনন্দিন জীবন সংগ্রাম, প্রতিকূল আবহাওয়ায় টিকে থাকার লড়াই, জেলে সমাজের রীতি নীতি ও সাংস্কৃতিক প্রভাব চিত্রণ করা হয়েছে। তিতাস জিয়া, তাসনুভা তামান্না, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, অশোক ব্যাপারি, আমিনুর রহমান মুকুল, রোজি সিদ্দিকী এবং দুলারি তাহিম চলচ্চিত্রের মূল ভূমিকায় অভিনয় করেছেন। ‘নোনাজলের কাব্য’ রেজওয়ান শাহরিয়ার সুমিত প্রথম চলচ্চিত্র। পরবর্তী সিনেমার কাজেও হাত দিয়েছেন তিনি। তবে এ বিষয়ে এখনি কিছু না জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তরুণ এই নির্মাতা। নোনাজলের কাব্য বিশ্বব্যাপি প্রদর্শন ও বাণিজ্যিক মুক্তির জন্যটরিনো ফিল্ম ল্যাবের অনুদান পায়। ২০২০ সালের ১৩ অক্টোবর ব্রিটিশ ফিল্ম ইন্সটিটিউট আয়োজিত ৬৪তম লন্ডন চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রটি প্রথম প্রদর্শিত হয়। পরবর্তীতে বুসান, সিঙ্গাপুর, কলকাতা, গোথেনবার্গ, সাও পাওলো, তুরিন, সিয়াটলসহ বেশকয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটির প্রদর্শনী চলে। জলবায়ু পরিবর্তনের প্রভাব এটির মূলবিষয় হওয়ায় ২০২১ সালের জাতিসংঘ জলবায়ু পরিবির্তন সম্মেলনেও দেখানো হয়। বাণিজ্যিকভাবে এটি ২০২১ সালের ২৬ নভেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহসমূহে মুক্তি পায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com