শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন

বোর্ড পরীক্ষায় জেলায় শীর্ষে শ্রীমঙ্গলের শেখবাড়ি জামিয়া, বোর্ডের সম্মিলিত মেধা তালিকায় ৩৯টিসহ সিরিয়াল মুমতায ৭৬টি

এহসান বিন মুজাহির (শ্রীমঙ্গল) মৌলভীবাজার :
  • আপডেট সময় সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড) এর ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষা, আজাদ দ্বীনী এদারায়ে তা’লীম সিলেট এবং তানযিমুল মাদারিসিল আরাবিয়া শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় প্রতিবারের ন্যায় এবারও ঈর্ষণীয় সাফল্য অর্জন করে মৌলভীবাজার জেলায় শীর্ষে রয়েছে শ্রীমঙ্গল উপজেলার মাজডিহিস্থ (ভৈরবগঞ্জ বাজার) জামেয়া মাদানিয়া ক্বাওমিয়া শেখবাড়ি জামিয়া। পূর্বের ধারাবাহিক সাফল্য অব্যাহত রেখে এ বছরও বোর্ডের সম্মিলিত মেধা তালিকায় সিরিয়াল মুমতায ৩৯টি, মুমতায ৭৬ টি (এ প্লাস), জায়্যিদ জিদ্দান (১ম বিভাগ) থেকে উত্তীর্ণ হয়েছেন মোট ৪৯ জন এবং জায়্যিদ (২য় বিভাগে) উত্তীর্ণ হয়েছেন মোট ৬৯ জন শিক্ষার্থী। শেখবাড়ি জামিয়ার অফিস সুত্রে জানা যায়, ২০২৩ সালের বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর বোর্ড পরীক্ষায় শেখবাড়ি মাদরাসার শিক্ষার্থীরা সিরিয়াল মুমতায ৫টি, এদারা বোর্ডে ২৬টি এবং তানযিম বোর্ডে ৮টি পেয়ে অসাধারণ সাফল্যের স্বাক্ষর অব্যাহত রেখেছেন। প্রকাশিত ফলাফল থেকে জানা যায়, বেফাক বোর্ডে সানাবিয়্যা উলইয়া (মুখতাছার) জামাতে মুমতায ৮টি, মুতাওয়াসসিতা (নাহবেমির) জামাতে ৮টি, ইবতিদাইয়্যা (৫ম ) জামাতে ২ টি। এদারা শিক্ষা বোডের্র তাকমিল ফিল হাদিস (মাস্টার্স) জামাতে মুমতায ৪টি, মুতাওয়াসসিতা (হেদায়াতুন নাহু) জামাতে ২২টি এবং তানযিমুল মাদারিসিলি আরাবিয়া শিক্ষা বোর্ডে মুতাওয়সসিতা ১ম বর্ষে (ছরফ) ২০টি। বেফাকে মোট মুমতায (এ প্লাস) পেয়েছেন ৩০ জন, মেধা তালিকায় স্থান পেয়েছেন ৫ জন, (যথাক্রমে: ২১তম, ৩৮তম, ৪২তম, ৪৪তম, ৫৭তম)। আজাদ দ্বীনী এদারায়ে তা’লীম সিলেট বোর্ডে তাকমীল ফিল হাদিস (মাস্টার্স) জামাত মুমতায (এ প্লাস) পেয়েছেন ৪জন, মেধা তালিকায় স্থান পেয়েছেন ৪জন (যথাক্রমে ১ম, ২য়, ৪র্থ, ৫ম), মুতাওয়াসসিতাহ (হেদায়াতুন নাহু) জামাত মুমতায (এ প্লাস) পেয়েছেন ২২জন। মেধা তালিকায় স্থান পেয়েছেন ২২জন, (যথাক্রমে ১ম, ২য়, ৩য় (দুই জন), ৪র্থ, ৬ষ্ট, ৭ম(২জন), ৮ম, ৯ম, ১১তম, ১৩তম, ১৫তম, ১৭তম, ১৮তম, ১৯তম, ২২তম, ২৫তম, ২৮তম, ৩৩তম (৩জন)। তানজিমুল মাদারিসিল আরাবিয়া মৌলভীবাজার মুমতায (এ প্লাস) পেয়েছেন ২০ জন, মেধা তালিকায় স্থান পেয়েছেন ৮জন, (যথাক্রমে: ১ম, ৫ম, ৭ম, ৯ম, ১৩তম, ১৪তম, ১৯তম, ২০তম)। শেখবাড়ী জামিয়ার এ সাফল্যের পেছনে জামিয়ার প্রতিষ্ঠাতা ও মুহতামিম শায়খুল হাদিস আল্লামা শায়েখ মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী দু’আ ও দিকনির্দেশনা এবং জামিয়ার স্বপ্নদ্রষ্টা লন্ডন প্রবাসী শেখ আহমদ আফজল বর্ণভীর শ্রম-সাধনা ও তাঁরই দুই সহোদর শেখ সা’দ আহমদ আমীন বর্ণভী ও শেখ আব্দুর রহমান আসজাদ বর্ণভী অক্লান্ত পরিশ্রমসহ জামিয়ার আসাতিযায়ে কেরামের মেহনত-মুজাহাদা ও নজিরবিহীন কুরবানি রয়েছে বলে জানান শেখবাড়ি মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা শেখ আফজল আহমদ হামিদী। তিনি বলেন, সময়ের প্রয়োজন এবং যুগের চাহিদাকে চোখ বুঁজে এড়িয়ে যায়নি জামিয়া। পাঠ্যতালিকায় যথাযথ গুরুত্বের সাথে স্থান পেয়েছে-সৃজনশীল বিষয়গুলোও। পাঠ্যতালিকার বাহিরে গিয়েও গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে বছরব্যাপী কোর্সকেও সমান গুরুত্ব দিয়ে আসছে জামিয়া। শেখবাড়ি মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা শেখ আফজল আহমদ হামিদীর কাছে ফলাফলের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন-আলহামদুলিল্লাহ, শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফলে আমি আনন্দিত। যুগোপযোগী শিক্ষা ও শিক্ষার মানোন্নয়নে কর্তৃপক্ষের সতর্কদৃষ্টি, শিক্ষার্থীদের নিয়মতান্ত্রিক অধ্যবসায়ে এ সফলতা অর্জিত হয়েছে। জামেয়ার শিক্ষাকার্যক্রমে যারা আর্থিক সহযোগিতা করছেন তারাও আমাদের এ সফলতার অংশীদার। তিনি কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের জন্য মাদরাসার ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের মাদরাসার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন। ছাত্রদের প্রতি আহবান জানিয়ে মাওলানা আফজল বলেন-আগামি দিনে সকলেই নিজেদের প্রচেষ্টা অব্যাহত রাখবে। দৃঢ় প্রত্যয় নিয়ে লক্ষ নির্ধারণ করে এগিয়ে যেতে হবে। তবেই সাফল্য তোমাদের পদচুম্বন করবে। প্রসঙ্গত, সিলেট বিভাগের সুনামধন্য এই দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠানটি ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই বেফাক ও আঞ্চলিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত সকল কেন্দ্রীয় পরীক্ষায় ঈর্ষণীয় সফলতা অর্জন করে আসছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com