ফরিদপুরের নগরকান্দায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধান মন্ত্রীর ঈদ উপহার দরিদ্র মানুষদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ অব্যাহত রেখেছেন রিয়া রাথিন গ্রুপের ব্যাবস্থপনা পরিচালক ও ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজিবীলীগের আহবায়ক, বিশিষ্ট শিল্পপতি কাজী আব্দুস সোবহান। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে উপজেলার চরযশোরদী ইউনিয়নের চাঁদহাট বাজারে ইউনিয়নের শত শত অসহায় মানুষদের মাঝে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি, প্রধান মন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার রিয়া রাথিন গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক, আওয়ামী মৎস্যজীবিলীগের ফরিদপুর জেলার আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি কাজী আব্দুস সোবহান ঈদ উপহার হিসেবে শাড়ী-লুঙ্গি বিতরণ করেছেন। এসময় আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা শেখ জাহিদ, কাজী সুমন, কাজী রাজু, ছাত্রলীগ নেতা কাজী আনিসুর রহমান তানভীর, মৎস্যজীবিলীগ নেতা ইব্রাহিম প্রমুখ। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগরকান্দা ও সালথা উপজেলা এবং কৃষ্ণপুর ইউনিয়নের অসহায়দের মাঝে এ কার্যক্রম চলমান থাকবে সেই সাথে দলীয় নেতা কর্মিদের জন্য ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রীও দেওয়া হবে বলে কাজী আব্দুস সোবহান জানান।