কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মুজিবনগর দিবস পালিত ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে দাউদকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে স্বাধীনতার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দেশ সেরা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড. আহসান হাবিব চৌধুরী লিল মিয়া’, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. খোরশেদ আলম। এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান নোমান সরকার, আলমগীর হোসেন, হুমায়ুন কবির ভূঁইয়া ও লোকমান হোসেন সহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ গণমাধ্যম কর্মীরা।