শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম ::
সিংড়ায় ইন্দ্রাসন খাল বন্ধ করে মৎস্য প্রকল্পের পুকুর খনন কুয়াকাটায় শুরু হয়েছে মাসব্যাপী পর্যটন মেলা গলাচিপায় প্রাথমিক বিদ্যালয়ের উপজেলা পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট চূড়ান্ত খেলা বগুড়া শেরপুরে জামায়াতের সাথে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময় রৌমারী রাজিবপুরে ১৬ ইটভাটার ৯ টিই অবৈধ শ্রীমঙ্গলে আজ থেকে শুরু হচ্ছে ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠীর তিন দিনব্যাপী উৎসব ‘হারমোনি ফেস্টিভ্যাল মানিকগঞ্জে মাশরুমের গুরুত্ব ও উৎপাদন কৌশল নিয়ে চাষিদের প্রশিক্ষণ কর্মশালা মৃদু শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ বগুড়ায় এন্টারপ্রেনারশিপ এন্ড ব্যাসিক স্কিল ট্রেনিং প্রকল্পের সেরা ৩০ জন প্রশিক্ষণার্থীর মাঝে উপকরণ বিতরণ কালীগঞ্জে দিনব্যাপী পিঠা উৎসব

সুনামগঞ্জ-৩ আসনে ভোট যুদ্ধে লড়াই হবে দুই প্রার্থীর

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :
  • আপডেট সময় শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

জাতীয় সংসদ নির্বাচনে জগন্নাথপুর-শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত হয়েছে সুনামগঞ্জ-৩ আসন। জাতীয় সংসদে এ আসনটি ভিআইপি আসন হিসেবে পরিচিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ চলবে। এবার জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্ধন্ধিতা করছেন। প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান (নৌকা), তৃণমুল বিএনপি মনোনীত জমিয়তের সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী (সোনালী আঁশ), জাতীয় পার্টি মনোনীত যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব তৌফিক আলী মিনার (লাঙ্গল), যুক্তফ্রন্টের শরীকদল বাংলাদেশ জাতীয় পার্টি মনোনীত তালুকদার মকবুল হোসেন (কাঁঠাল)। সংসদ নির্বাচনে আলোচনায় রয়েছেন আওয়ামী লীগ মনোনীত পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি (নৌকা), তৃণমুল বিএনপি মনোনীত, জমিয়তের সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী (সোনালী আঁশ)। হেভিওয়েট প্রার্থী হিসেবে, ব্যক্তি ইমেজ, দলীয় পরিচয়ে হাড্ডাহাড্ডি লড়াই হবে তাদের মাঝে। পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি বলেন, জগন্নাথপুর ও শান্তিগঞ্জের মানুষ আমাকে গত ১৫ বছর ভোট দিয়ে নির্বাচিত করায় আমি মানুষের জন্য কিছু কাজ করতে পেরেছি। আগামিতে ক্ষমতায় গেলে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আরো ব্যাপক উন্নয়ন করব। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান তিনি বলেন, এবার আমার শেষ নির্বাচন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেষবারের মত আবারো নৌকায় ভোট চান তিনি। জমিয়তের সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী বলেন, সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর- শান্তিগঞ্জ) আসনে সোনালী আঁশ প্রতিকের গণজোয়ার সৃষ্টি হয়েছে। বঞ্চিত মানুষ সোনালী আঁশ প্রতিকের বিজয় নিশ্চিত করে ঘরে ফিরতে চায়। আমি শতভাগ আশাবাদী নির্বাচন সুষ্টু হলে ৭ জানুয়ারি বঞ্চিত জনতার সোনালী আঁশ প্রতিকের বিজয় নিশ্চিত। সংসদ নির্বাচনে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ আসনে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৫ টি ভোট কেন্দ্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবির পাশাপাশি র?্যাবও আইন শৃংখলা নিয়ন্ত্রণে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। এবার সংসদ নির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণের দায়িত্ব রয়েছেন ১৪৫জন প্রিজাইডিং অফিসার। এবার জাল ভোট কিংবা কারচুপি করার কোন সুযোগ নেই। দুই উপজেলায় ১৪৫টি ভোট কেন্দ্রের মধ্যো জগন্নাথপুর উপজেলায় ৮৯টি, শান্তিগঞ্জ উপজেলায় ৫৬টি ভোট কেন্দ্র। উল্লেখ্য, (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) উপজেলায় ১৬টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসন। ভোটার তালিকা অনুযায়ী সুনামগঞ্জ-৩ আসনে মোট ভোটার ৩ লাখ ৪৪ হাজার ৬শ ৪৩জন। এর মধ্যে জগন্নাথপুরে ২ লাখ ১ হাজার ৭শ ৬৪। যাদের মাঝে পুরুষ ১ লাখ ১ হাজার ৩’শ ২২ জন। মহিলা ১ লাখ ৪শ ৪০ জন ও ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। আর শান্তিগঞ্জ উপজেলা মোট ভোটার ১ লাখ ৪২ হাজার ৮শ ৭৯ জন, পুরুষ ৭২ হাজার ৪’শ ৫২জন, মহিলা ভোটার ৭০ হাজার ৪শত ২৭ জন ও ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com