শনিবার, ১৮ মে ২০২৪, ১২:১৮ অপরাহ্ন

জ্ঞান ও যোগ্যতায় অগ্রগামী হতে হবে-মিয়া গোলাম পরওয়ার

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৯ মার্চ, ২০২৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘জামায়াতে ইসলামীর সদস্যদের জ্ঞান অর্জনকে গুরুত্ব দিতে হবে। জ্ঞান ও যোগ্যতায় অগ্রগামী হতে হবে। নিজেদেরকে এমনভাবে তৈরি করতে হবে যেন লোকেরা আকৃষ্ট হয়। ধনী গরীব সকল শ্রেণি পেশার মানুষের মধ্যে ইাসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দেয়ার জন্য কাজ করতে হবে।’
গতকাল শুক্রবার জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার ভার্চুয়াল রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে ও সেক্রেটারি ড. সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমাদের যোগ্যতার সমস্যা, যোগ্যতা ছাড়া ইসলামের বিরুদ্ধে বৈশ্বিক যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে তার মোকাবেলা সম্ভব নয়। আল্লাহর পথে, সত্যের পথে, মুক্তির পথে জীবন উৎসর্গ করার মানসিকতা নিয়ে কাজ করতে হবে।’ বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম বলেন, ‘জামায়াতের রুকনদেরকে ব্যাক্তি, পরিবার ও সমাজ জীবনে আদর্শ পেশ করতে হবে, অপরাধ মুক্ত জীবন পরিচালনার চেষ্টা অব্যাহত থাকবে এটাই স্বাভাবিক।’
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ আব্দুর রব। তিনি বলেন, ‘আমাদের পরিচয় হলো আমরা আল্লাহর গোলাম ও প্রতিনিধি, সে দায়িত্ব পালনে সর্বদা চেষ্টা করতে হবে। আমাদের সফলতা হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে।’ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুইয়া, আব্দুস সাত্তার ও মু. ইয়াছিন আরাফাত, কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন। এ সময় সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মুবিন ও মাহফুজুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com