বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি) কর্তৃক অন্তর্র্বতীকালীন সরকার গঠন পরবর্তী পরিস্থতিতে ‘ভবিষ্যত বাংলাদেশ বিনির্মাণে পথরেখা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঢাকার উত্তরায় বিআইআইটি’র হলরুমে শিক্ষাবিদ ও পেশাজীবীদের নিয়ে এটি অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, সর্বস্তরে ন্যায়বিচার নিশ্চিত করা, জনকল্যাণমুখী নীতি গ্রহণ করা, দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা, সমাজ কল্যাণ ও মানব কল্যাণমূলক কর্মসূচি নেয়া দরকার। জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণে নৈতিক ভিত্তি, সাংস্কৃতিক ভিত্তি, ঐতিহাসিক ভিত্তি মজবুত করতে হবে। দেশ-বিদেশের প্রকৃত অভিজ্ঞতা সম্পন্নদের সামনে এনে সেক্টরভিত্তিক দেশগড়ার কাজে নিয়োজিত করা দরকার। সরকারের গুরুত্বপূর্ণ প্রতিটি ডিপার্টমেন্টের শ্বেতপত্র হওয়া দরকার; অর্থনীতি, নিরাপত্তা, প্রতিরক্ষাসহ বর্তমান কী অবস্থা তথা প্রকৃতচিত্র স্পষ্ট করা প্রয়োজন।
অধ্যাপক ড. এম আবদুল আজিজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আলোচনায় অংশ নেন প্রবীণ অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, গবেষক অধ্যাপক ড. আতাউল হক প্রামাণিক, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সাবেক ভিসি অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ভিসি ইমেরিটাস অধ্যাপক ড. শাহজাহান খান মুকুল, সাউথইস্ট ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকস (বিএসপিইউএ) এর সভাপতি অধ্যাপক এফ এ সোবহানী, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এর অধ্যাপক ড. মোহাম্মাদ ওমর ফারুক, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) এর অধ্যাপক ড. শামসুদ্দিন আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তারেক ফজল, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ইকবাল হোসাইন, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, অধ্যাপক মো. রফিকুল ইসলাম, অধ্যাপক হাসনান আহমেদ, অধ্যাপক মুসাদ্দেকুল ইসলাম চৌধুরী, মেজর (অব.) ড. মো. ইউনুস আলী, অধ্যাপক মো. জাকির হোসাইন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ড. আবুল হোসেন এবং ড. মোহাম্মাদ তোফাজ্জল হোসাইন প্রমূখ।