শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
সিংড়ায় ইন্দ্রাসন খাল বন্ধ করে মৎস্য প্রকল্পের পুকুর খনন কুয়াকাটায় শুরু হয়েছে মাসব্যাপী পর্যটন মেলা গলাচিপায় প্রাথমিক বিদ্যালয়ের উপজেলা পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট চূড়ান্ত খেলা বগুড়া শেরপুরে জামায়াতের সাথে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময় রৌমারী রাজিবপুরে ১৬ ইটভাটার ৯ টিই অবৈধ শ্রীমঙ্গলে আজ থেকে শুরু হচ্ছে ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠীর তিন দিনব্যাপী উৎসব ‘হারমোনি ফেস্টিভ্যাল মানিকগঞ্জে মাশরুমের গুরুত্ব ও উৎপাদন কৌশল নিয়ে চাষিদের প্রশিক্ষণ কর্মশালা মৃদু শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ বগুড়ায় এন্টারপ্রেনারশিপ এন্ড ব্যাসিক স্কিল ট্রেনিং প্রকল্পের সেরা ৩০ জন প্রশিক্ষণার্থীর মাঝে উপকরণ বিতরণ কালীগঞ্জে দিনব্যাপী পিঠা উৎসব

সংগ্রাম শেষ হয়ে যায়নি, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের

ইকবাল হোসেন:
  • আপডেট সময় শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

স্বৈরাচার সরকারের পতন সংগ্রাম শেষ হয়ে যায়নি জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শুক্রবার সকালে নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিচ তলায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে এ দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংগ্রাম লড়াইয়ের বর্ণনা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘বিশ্বের কোনো নারী নেত্রী গণতন্ত্রের জন্য এমনভাবে লড়াই সংগ্রাম করেনি। স্বৈরাচার হাত থেকে দলকে রক্ষা করেছেন এই গৃহবধূ ঘর থেকে বের হয়ে এসে। আন্দোলন করে সেই স্বৈরাচার এরশাদকে পতন করে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন। তিনি যা দিয়েছেন সেটি দলকে অনুসরণ করা দরকার। সাহসে অবিচল ছিলেন তিনি।’
নির্বাচনের পর জনগণের সরকার প্রতিষ্ঠা হলে আমরা সফল হবো বলেও জানান তিনি।
বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের সন্তানেরা বুকের তাজা রক্ত দিয়ে এগিয়ে গিয়ে আমাদের এই বিজয় এনে দিয়েছে। ছাত্রদলের অনেক ছেলে মারা গেছে। কোনো বিভেদ করা যাবে না। ঐক্যবদ্ধভাববে থাকতে হবে।’
তিনি আরো বলেন, ‘সংগ্রাম শেষ হয়ে যায়নি, আমরা এখনো ভাসমান অবস্থায়। অনেক ষড়যন্ত্র হচ্ছে, যিনি ভারতে বসে (ভারতে বসে আছেন বলতে ৫ আগষ্ট গণঅভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে আছেন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা) আছেন। সেখান থেকে ষড়যন্ত্র করে যাচ্ছেন। আমাদের সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, স্বৈরাচার পতনের যেন নব্য ফ্যাসিস্ট স্বৈরাচার যেন আমাদের ঘাড়ে না চাপে।’ খুব শিগগিরই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাহিরে নেয়া হবে বলে জানান মির্জা ফখরুল।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও যারা আন্দোলনে শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে আল্লাহ তালার কাছে বিশেষ দোয়া করা হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড মঈন খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ড আসাদুজ্জামান খান রিপন, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিবুন নবী খান সোহেল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com