শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৪৪ পূর্বাহ্ন

বাংলাদেশের বিপ্লবী আইকন আবু সাঈদ : মাহমুদুর রহমান

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান বলছেন, ‘বাংলাদেশের বিপ্লবী আইকন আবু সাঈদ। সাঈদসহ সকল শহীদ আমাদের জন্য অনুপ্রেরণা। আমরা তাদেরকে কখনো ভুলব না।’ গতকাল শুক্রবার সকাল ৯টার কিছুক্ষণ পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
অবতরণের পর সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, ‘এই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন হয়েছে। যার ফলে, ছয় বছর নির্বাসনে থাকার পর আমি মাতৃভূমিতে ফিরতে পেরেছি। আমাকে উদ্ভট ও মিথ্যা মামলায় সাত বছরের সাজা দেয়া হয়েছিল।’
তার নামে আরো অনেক মিথ্যা মামলা আছে জানিয়ে বলেন তিনি, ‘আমার মা গুরুতর অসুস্থ। তাই তাকে দেখতেই দ্রুত চলে আসা। দু’দিন মায়ের সাথে থাকতে চাই। রোববার আমি আদালতে যাব। আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। এমনও হতে পারে আমাকে জেলে যেতে হতে পারে। আপনারা বিচলিত হবেন না। আমি আইনিভাবে সবকিছুর মোকাবেলা করব।’ এ সময় বিমানবন্দরে সাংবাদিক মাহমুদুর রহমানকে গণসংবর্ধনা দেয়া হয়।
ড. মাহমুদুর রহমান দীর্ঘ ছয় বছর আওয়ামী সরকারের রোষানলে পরে দেশান্তরীত হয়েছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী পক্ষ থেকে বিমানবন্দরে তাকে সংবর্ধনা জানানো হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ আমির ডা. শফিকুর রহমান ও ঢাকা মহানগরী উত্তরের আমির মো: সেলিম উদ্দিন ও দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণে নায়েবে আমির অ্যাডভোকেট হেলাল উদ্দিন, ঢাকা মহানগর উত্তর প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: শহিদুল ইসলাম, সেক্রেটারি খুরশিদ আলম নেতারা। উপস্থিত জামায়াত নেতারা মাহমুদুর রহমানকে শুভেচ্ছা জানান এবং অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com