সিরাজগঞ্জের তাড়াশে করোনা প্রতিরোধে জন সমাগম ঠেকাতে উপজেলা প্রশাসন ,সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা ব্যাপক ভূমিকা নিয়েছেন । বৃহস্পতিবার সকালে তাড়াশ উপজেলা সহকারী কমিশনার ভূমি (নির্বাহী ম্যাজিট্রেট) ওবায়দুল্লাহ’র নেতৃত্বে উপজেলা তাড়াশ সদর বাজারসহ বিভিন্ন হাট বাজার, পাড়া মহল্লায় অভিযান চালিয়ে জন সমাগম ঠেকাতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন উপজেলা প্রশাসন ,সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। এ সময় সেনাবাহিনীর সদস্যরা হ্যান্ড মাইক দিয়ে সকলের উদ্দ্যেশে বলেন, করোনা প্রতিরোধে আপনার সবাই ঘরে থাকুন। জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাহিরে বের হবেন না। এ ছাড়াও একই স্থানে এক সাথে জন সমাগম করবেন না। যারা এলাকায় জনসমাগম করছেন করোনা প্রতিরোধে নিজেরাই নিজেদের রক্ষা করুন বলে প্রচারনা করেন। তাড়াশ বাজারে প্রচারনার সময় যাদের মুখে মাস্ক নাই তাদের মাস্ক পরিয়ে দিয়ে বাজারে অযথা সময় না দিয়ে বাড়ী যাওয়ার পরামর্শ দেন।
এ অভিযানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আনিছ,তাড়াশ থানার এস আই মাজেদুর রহমান সহ পুলিশ সদস্য ও সেনা সদস্যরা। তাড়াশ উপজেলা সহকারী কমিশনার ভূমি (নির্বাহী ম্যাজিট্রেট) ওবায়দুল্লাহ বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে জন সমাগম ঠেকাতে প্রতিদিন এ অভিযান অব্যাহত থাকবে ।
ই-খ/খবরপত্র