শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১১:৫৯ অপরাহ্ন

যে কারণে দেশে ফিরছেন না সাকিব

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

নিরাপত্তা শঙ্কায় এখনই দেশে ফিরছেন না বাংলাদেশের ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন মিরপুর টেস্টে তার খেলা না খেলা নিয়ে আবারো সংশয় তৈরি হয়েছে।
নানা আলোচনা-গুঞ্জনের পর বুধবার সাকিবকে রেখেই প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ২১ অক্টোবর শুরু হতে যাওয়া ওই টেস্টে অংশ নেয়ার জন্য বৃহস্পতিবার রাতে ঢাকায় ফেরার কথা ছিল সাকিব আল হাসানের।
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রওনাও দেন সাকিব। কিন্তু দুবাইয়ে যাত্রবিরতির সময় নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে তাকে আপাতত দেশে না ফেরার পরামর্শ দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় গণমাধ্যমকে সাকিব বলেন, ‘এখনই হয়তো ফিরতে পারব না সিকিউরিটি ইস্যুর জন্য, আমার নিজের নিরাপত্তার জন্যই।’
তবে নিরাপত্তা ইস্যুতে কে বা কারা তাকে এখন দেশে না ফেরার পরামর্শ দিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
এ ব্যাপারে বিসিবির কাছ থেকেও এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা আসেনি। এছাড়া কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলেও আনুষ্ঠানিকভাবে কেউ কিছু বলতে চাননি।
তবে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টে অংশ নিতে না পারলেও সাকিবকে পরবর্তী টেস্টের জন্য দেশে ফেরানো যায় কি না, সে বিষয়টিও ভাবা হচ্ছে বলে জানিয়েছে একটি সূত্র। সূত্র : বিবিসি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com