“গফরগাঁও ও পাগলা থানার সুবিধা বঞ্চিত অসহায় মানুষের পাশ্বে থাকবে গফরগাঁও ফোরাম।”
গত শুক্রবার গফরগাঁও ইমাম বাড়ি মাঠে ও পাগলা থানায় সুবিধা বজ্ঞিত অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরন কালে ফোরামের সভাপতি জনাব ইব্রাহীম মন্ডল একথা বলেন। তিনি আরও বলেন , প্রতিবেশীর হক এবং সামাজিক দায়ব্দতা ও পশ্চাত পদ জনগোষ্ঠির পাশের দাঁড়াতেই গফরগাঁও ফোরামের প্রতিষ্ঠা। ফোরামের উদ্দেশ্যই হল অভাবী মানুষদের স্বল্প পুঁজি দিয়ে
সাবলম্ভী করা ।আলোকিত মানুষ গড়তে স্কুল ,মক্তব , মাদরাসা ,পাঠাগার প্রতিষ্ঠা ,উচ্চশিক্ষার সুযোগ করতে শিক্ষা বৃত্তি, চিকিৎসা সেবার ব্যাবস্থা করা। এখানে জন্ম হয়েছ্ অনেক জ্ঞানী গুনী আলেম উলামার ,তাদের রয়েছে গৌরবময় ইতিহাস ঐতিজ্য । আলেম – উলামা্দরে অবদাধানকে তুলে ধরা ও স্মরন করা। ইতিহাস মানুষকে আত্ববিশ্বী ও সাহসী করে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন , গফরগাঁওয়ের জামায়াতের আমীর বিশিষ্ট সমাজ সেবক ইসমাঈল হোসেন সোহেল , ফোরামের সহ সভাপতি, আন্তর্জাতিক মানবাধিকারের মহাসচিব একরামুল্লাহ, সেক্রেটারী রায়হান উদ্দিন , অর্থ সম্পাদক ইয়াকুব আলী জুলমতী, ,হাফেজ মাওলানা তানভীর আহাম্মেদ ,সাবেক বি আর ডিবির চেয়াম্যান আলাউদ্দিন ,সদস্য নজরুল ইসলাম, মো: জালালউদ্দন ও আরো অনেকে।
উল্লেখ্য পাঁচ শতাধিক কম্বল ও মসজিদের ইমামদের মাঝে লেপ বিতরন করা গত।-খবর প্রেস বিজ্ঞপ্তি