শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
সিংড়ায় ইন্দ্রাসন খাল বন্ধ করে মৎস্য প্রকল্পের পুকুর খনন কুয়াকাটায় শুরু হয়েছে মাসব্যাপী পর্যটন মেলা গলাচিপায় প্রাথমিক বিদ্যালয়ের উপজেলা পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট চূড়ান্ত খেলা বগুড়া শেরপুরে জামায়াতের সাথে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময় রৌমারী রাজিবপুরে ১৬ ইটভাটার ৯ টিই অবৈধ শ্রীমঙ্গলে আজ থেকে শুরু হচ্ছে ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠীর তিন দিনব্যাপী উৎসব ‘হারমোনি ফেস্টিভ্যাল মানিকগঞ্জে মাশরুমের গুরুত্ব ও উৎপাদন কৌশল নিয়ে চাষিদের প্রশিক্ষণ কর্মশালা মৃদু শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ বগুড়ায় এন্টারপ্রেনারশিপ এন্ড ব্যাসিক স্কিল ট্রেনিং প্রকল্পের সেরা ৩০ জন প্রশিক্ষণার্থীর মাঝে উপকরণ বিতরণ কালীগঞ্জে দিনব্যাপী পিঠা উৎসব

দুপচাঁচিয়ায় কালাম ও তার সহযোগীসহ গ্রেপ্তার চার নগদ টাকা’ আগ্নেয় ও দেশীয় অস্ত্র উদ্ধার

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

গত সোমবার ভোরে দুপচাঁচিয়া উপজেলার তালুচ এলাকায় সেনাবাহিনী ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে আবুল কালাম তার বড় ভাই সহ চারজনকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের হেফাজত থেকে নগদ সাড়ে সাত লাখ টাকা, ১টি রিভালবারসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছেন। এ সংক্রান্তে ওইদিন রাতেই এসআই সুব্রত কুমার সিং বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, ঘটনার দিন গত সোমবার ভোরে সেনাবাহিনী ও পুলিশ উপজেলার গুনাহার ইউনিয়নের তালুচ পশ্চিম পাড়ার মৃত কফিল উদ্দীন ওরফে বগার ছেলে গুনাহার ইউনিয়ন শ্রমিকদলের সাবেক সভাপতি আবুল কালাম(৪৮) এর বাড়িতে অভিযান চালান। এসময় তার বাড়ির বিভিন্ন ঘরে তল্লাশী করে একটি রিভালভারসহ নগদ সাড়ে সাত লাখ টাকা উদ্ধার করেছে। এছাড়াও তার বড় ভাই বাবলু প্রামানিক বাবু, জমির উদ্দীন প্রামানিকের ছেলে আব্দুর রহিম(৪১) ও আটুইল গ্রামের ইসমাইল মন্ডলের ছেলে ইয়াসিন মন্ডল(৪২) এর বাড়িতে পৃথক ভাবে অভিযান চালিয়ে ৪টি চাপাতি, ৮টি দা, ৯টি ছুরি, ২টি ফলা, ৩টি হাসুয়া উদ্ধার করেছে। উল্লেখ্য আবুল কালাম এবং তার সহযোগীরা মিলে এলাকায় কালাম বাহিনী নামে একটি দল গড়ে তুলেছিল এবং দীর্ঘদিন যাবত এলাকাবাসিদের বিভিন্ন ভাবে ক্ষতি করে আসছিল। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক, হত্যা, খুন সহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৭টি মামলা রয়েছে। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত কালাম সহ তার সহযোগীদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে গতকাল বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com