গত সোমবার ভোরে দুপচাঁচিয়া উপজেলার তালুচ এলাকায় সেনাবাহিনী ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে আবুল কালাম তার বড় ভাই সহ চারজনকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের হেফাজত থেকে নগদ সাড়ে সাত লাখ টাকা, ১টি রিভালবারসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছেন। এ সংক্রান্তে ওইদিন রাতেই এসআই সুব্রত কুমার সিং বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, ঘটনার দিন গত সোমবার ভোরে সেনাবাহিনী ও পুলিশ উপজেলার গুনাহার ইউনিয়নের তালুচ পশ্চিম পাড়ার মৃত কফিল উদ্দীন ওরফে বগার ছেলে গুনাহার ইউনিয়ন শ্রমিকদলের সাবেক সভাপতি আবুল কালাম(৪৮) এর বাড়িতে অভিযান চালান। এসময় তার বাড়ির বিভিন্ন ঘরে তল্লাশী করে একটি রিভালভারসহ নগদ সাড়ে সাত লাখ টাকা উদ্ধার করেছে। এছাড়াও তার বড় ভাই বাবলু প্রামানিক বাবু, জমির উদ্দীন প্রামানিকের ছেলে আব্দুর রহিম(৪১) ও আটুইল গ্রামের ইসমাইল মন্ডলের ছেলে ইয়াসিন মন্ডল(৪২) এর বাড়িতে পৃথক ভাবে অভিযান চালিয়ে ৪টি চাপাতি, ৮টি দা, ৯টি ছুরি, ২টি ফলা, ৩টি হাসুয়া উদ্ধার করেছে। উল্লেখ্য আবুল কালাম এবং তার সহযোগীরা মিলে এলাকায় কালাম বাহিনী নামে একটি দল গড়ে তুলেছিল এবং দীর্ঘদিন যাবত এলাকাবাসিদের বিভিন্ন ভাবে ক্ষতি করে আসছিল। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক, হত্যা, খুন সহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৭টি মামলা রয়েছে। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত কালাম সহ তার সহযোগীদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে গতকাল বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।