বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম ::
সিংড়ায় ইন্দ্রাসন খাল বন্ধ করে মৎস্য প্রকল্পের পুকুর খনন কুয়াকাটায় শুরু হয়েছে মাসব্যাপী পর্যটন মেলা গলাচিপায় প্রাথমিক বিদ্যালয়ের উপজেলা পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট চূড়ান্ত খেলা বগুড়া শেরপুরে জামায়াতের সাথে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময় রৌমারী রাজিবপুরে ১৬ ইটভাটার ৯ টিই অবৈধ শ্রীমঙ্গলে আজ থেকে শুরু হচ্ছে ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠীর তিন দিনব্যাপী উৎসব ‘হারমোনি ফেস্টিভ্যাল মানিকগঞ্জে মাশরুমের গুরুত্ব ও উৎপাদন কৌশল নিয়ে চাষিদের প্রশিক্ষণ কর্মশালা মৃদু শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ বগুড়ায় এন্টারপ্রেনারশিপ এন্ড ব্যাসিক স্কিল ট্রেনিং প্রকল্পের সেরা ৩০ জন প্রশিক্ষণার্থীর মাঝে উপকরণ বিতরণ কালীগঞ্জে দিনব্যাপী পিঠা উৎসব

সুজনের অধীনে বিধ্বস্ত ঢাকা

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

ক্রিকেটারদের খারাপ সময় যাওয়া নতুন কিছু নয়। অনেক ক্রিকেটারকেই ছন্দহীনতায় দেখায় নানা সময়। তবে ক্রিকেটার নয়, কোচ হিসেবে ছন্দহীনতায় ভুগছেন খালেদ মাহমুদ সুজন। সময়টা মোটেও ভালো যাচ্ছে না তার।
ভিন্ন ভিন্ন আসরে ভিন্ন মালিকানায় ভিন্ন দল নিয়েও খারাপ সময় কাটাতে পারছেন না সুজন। কোচ হিসেবে হারতে হারতে যেন ক্লান্ত হয়ে পড়েছেন তিনি। বিপিএলে তার অধীনে সর্বশেষ ১৫ টি ম্যাচ হেরেছে ঢাকা।
বিপিএলের গত মৌসুমে খালেদ মাহমুদ সুজনের কোচিংয়ে সর্বশেষ ১১ ম্যাচেই হেরেছিল দুর্দান্ত ঢাকা। আর এবারের আসরেও এখনো দেখেনি জয়ের মুখ। ৪ ম্যাচের সবগুলোতেই হেরেছে নতুন মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস।
বিসিবির পরিচালক থাকা অবস্থায় গত এক দশকে বেশ আলোচনায় ছিলেন খালেদ মাহমুদ সুজন। বিসিবিতে কত ভূমিকাতেই তো দেখা গেছে। কখনো ম্যানেজার, কখনো পরামর্শক, কখনো নির্বাচক , আবার কখনো টেকনিক্যাল ডিরেক্টর। ছিলেন বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের ভাইস চেয়ারম্যান, হাই-পারফরম্যান্স (এইচপি) কমিটির ভাইস চেয়ারম্যান, গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানসহ নানান সময়ে নানা দায়িত্ব পালন করেছেন সাবেক এই ক্রিকেটার। তবে এতো সব কিছুর ভিড়ে মাঠের ক্রিকেটটা ছাড়েননি। কোচ হিসেবে দেশের অন্যতম সেরা হিসেবে পরিচিত তিনি। জাতীয় দলকে লম্বা সময় সার্ভিস দিতে না পারলেও অস্থায়ী কোচ হিসেবে ছিলেন সাকিব-তামিমদের দায়িত্বে। ঘরোয়া ক্রিকেটেও চলেছে তার দাপট। ঢাকা আবাহনীর কোচ হিসেবে আছেন দীর্ঘদিন। কোচিং করিয়েছেন শাইনপুকুর ক্রিকেট ক্লাবেও। বিপিএলেও নিয়মিত মুখ তিনি। এবার কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা ক্যাপিটালসের। তবে তার অধীনে তারকাখচিত দল করেও সাফল্য পাচ্ছে না ঢাকা ক্যাপিটালস। বিপিএলে নবাগত এই দলটা চার ম্যাচ খেলেও পারেনি কোনো ম্যাচ জিততে। এমতাবস্থায় অন্য সবকিছুর মতো প্রশ্ন উঠছে সুজনের কোচিং নিয়েও!
২০১৬ সালে বিপিএলে খালেদ মাহমুদের কোচিংয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা ডায়নামাইটস। কিন্তু ৯ বছর আগের সেই আসরের পর থেকে বিপিএলে তার দলের পারফরম্যান্স একেবারেই বাজে। গত আসরে তার দল দূর্দান্ত ঢাকা ছিল সবার তলানিতে।
সেবার কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করলেও এরপর হেরেছে টানা ১১ ম্যাচ। আর এই আসরে হারলেন টানা ৪ ম্যাচ। বিপিএলে কোনও ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচ হিসেবে এই নিয়ে টানা ১৫ ম্যাচে হারলেন খালেদ মাহমুদ সুজন। কোচ হিসেবে না থাকলেও অধিনায়ক হিসেবে এমন তিক্ততা অবশ্য নতুন কিছু নয় সুজনের কাছে। ২০০৩ সালে তার অধিনায়কত্বে টানা ১৫ ওয়ানডে ম্যাচ হেরেছিল বাংলাদেশ। একই সময়ে হেরেছিল টানা ৯ টেস্টও!




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com