বিতর্কিত চরমপন্থী সাদপন্থী খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং রাজবাড়ী মার্কাজসহ জেলার সকল মসজিদে সাদপন্থীদের নিষিদ্ধ করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন রাজবাড়ী জেলা উলামা মাশায়েখ ও তৌহিদী জনতা। গতকাল বৃহস্পতিবার দারুল উলুম ভাজনচালা দাওরা হাদিস মাদরাসার লাইব্রেরিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে তাবলীগ, উলামা মাশায়েখ ও তৌহিদী জনতার পক্ষে বক্তব্য দেন জেলা ইমাম কমিটির সভাপতি ও রাজবাড়ী জেলা কওমি মাদরাসা উলামা পরিষদের সেক্রেটারি হাফেজ মাওলানা ইলিয়াছ মোল্লা। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “চরমপন্থী সাদপন্থীরা দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা তাবলীগ জামাতের মূল ধারার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং সাধারণ মুসল্লিদের বিভ্রান্ত করছে। আমরা তাদের কার্যক্রমকে ইসলামবিরোধী ও শান্তি বিনষ্টকারী মনে করি। অবিলম্বে তাদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাচ্ছি। রাজবাড়ী জেলার মসজিদগুলো থেকে তাদের নিষিদ্ধ করতে হবে। সাদপন্থীদের কার্যক্রম নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। তাদের বিরুদ্ধে সমাজে বিভেদ সৃষ্টির অভিযোগ রয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসন এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। তিনি আরও বলেন, সাদপন্থীদের কার্যকলাপ শুধু তাবলীগ জামাত নয়, সামগ্রিক সমাজ ব্যবস্থার জন্যও হুমকি। তারা প্রশাসনসহ সকল স্তরের মানুষের সহযোগিতা চান এই সন্ত্রাসীদের নির্মূল করার জন্য। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা তাবলীগ জামাতের নেতৃবৃন্দ, ওলামা মাশায়েখ সহ অন্যান্যরা।