বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার আয়োজনে বিশিষ্ট আলেম, সূধীজন ও সাংবাদিকদের সম্মানে ১৯ মার্চ বুধবার উপজেলার একটি কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহাফিলে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়েত ইসলামির চট্টগ্রাম দক্ষিন জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরীর বলেন, আমাদের ডাকে আপনার আজ একত্রিত হয়েছেন, তাই আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম সমাজ এবং সূধীজন আপনারা আমাদের এই ক্ষুদ্র আয়োজনে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন। শহিদ ইশমাম ও শহিদ আলীফ এর জন্মভূমি এই লোহাগাড়া। এখানে অনেক মহা পুরুষের জন্ম হয়েছে। আজ ঐক্যবদ্ধ হওয়ার এটায় উপযুক্ত সময়।সমাজকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, টেন্ডারবাজ মুক্ত, দকলবাজদের হাত থেকে সমাজকে মুক্ত করতে হবে। হযরত মোহাম্মদ (সঃ) আদর্শকে বুকে ধারন করে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আল্লাহর উপর বরশা করে আমাদের সমাজের সব ধরনের বৈশম্য দূর করতে হবে। জাতীর বিবেক সাংবাদিক বন্ধুদের সমাজ পরিবর্তনে বিশেষ ভুমিকা রাখার অনুরোধ করছি। লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক মাওলানা আসাদুল্লাহ ইসলামাবাদীর সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আবুল কালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার বায়তুল সম্পাদক অধ্যক্ষ আ.ন,ম নোমান,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাড়া উপজেলা শাখার সভাপতি মাস্টার আব্দুস সালাম, বটতলী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ড. মাওলানা মাহমুদুল হক ওসমানী, আমিরাবাদ সুফিয়া আলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ শাহাদাত হোসেন, আধুনগর ইসলামী কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু মূসা মোহাম্মদ খালেদ জমির, চুনতী হাকেমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ফারুক হোসাইন, চুনতী হাকেমিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ শাইখুল হাদিস হাফেজ মাওলানা শাহ আলম। এসময় বটতলী শহর জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক জালাল আহমেদ, বটতলী শহর পরিচালনা কমিটির আহবায়ক, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজি মাওলানা নুরুল আলম চৌধুরী, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরীসহ ইফতার মাহফিলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান, আলেম উলামা, ব্যবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, ব্যাংকারসহ পেশাজীবি নেতৃবৃন্দ, উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, উপজেলার ৯ইউনিয়নের জামায়াতে ইসলামী আমীর,সেক্রেটারিবৃন্দ বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলগণ অংশ গ্রহণ করেন। দোআ মোনাজাত পরিচালনা করেন লোহাগাড়া খালেকিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা অহিদ আহমদ।