ভোলার লালমোহনে ৮নং রমাগঞ্জ ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে রমাগঞ্জ ইউনিয়ন বিএনপির আয়োজনে রায়চাদ উদয় চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের (বীরবিক্রম) সুস্থতার সঙ্গে দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এ সময় রমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর ইকবাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খায়রুল হাসান কাঞ্চন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টু, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সফিউল্লাহ হাওলাদার, পৌরসভা বিএনপির সদস্য সচিব জাকির ইমরান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউর রহমান শাহিন, শ্রমিকদল সম্পাদক ফরহাদ রেজা। এছাড়া উপজেলা ও ইউনিয়ন’র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।