নাগেশ্বরীতে সরকারী রাস্তা দখলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে তারা তাদের এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদের সামনে এসে এ মানববন্ধন করে। এতে অংশ নেয় ঘটনাস্থল পৌরসভার ৯নং ওয়ার্ড ডায়নার পাড় এলাকার সর্বস্তরের মানুষ। বক্তব্য রাখেন, অধ্যক্ষ জায়েদুর রহমান, আসাদুজ্জামান যাদু, নুর জামাল মিয়া, আশরাফুল আলম প্রমুখ। তারা দ্রুত সরকারী রাস্তার দখল উচ্ছেদসহ দখল দারের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়ার দাবী জানান। এরপর তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ ও নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজার সাথে এ বিষয়ে মত বিনিময় করেন। এ সময় ইউএনও সিব্বির আহমেদ তাদেরকে রাস্তাটির দখলমুক্ত করার কার্যক্রম অফিসিয়ালী ভাবে শুরু করার আশ্বাস দেন। উল্লেখ্য পৌরসভার ৯নং ওয়ার্ড ডায়নারপাড় এলাকার মঈন উদ্দিনের ছেলে ভুমিদসু বেলাল হোসেন প্রায় ৩০ বছর ধওে একটি সরকারী রাস্তা দখল করে স্থায়ী স্থাপনা গড়ে বসবাস করে আসছিলেন। এ নিয়ে একাধিকবার এলাকায় সালিশী বৈঠকেও বিষয়টি সমাধান হয়নি।