চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েডং বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
একইসঙ্গে তারা নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানান তিনি। গতকাল মঙ্গলবার (২৪ জুন) চীনে বিএনপি প্রতিনিধিদলের চলমান সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশ সময় সকাল ১১টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় তিনি এই প্রত্যাশার কথা বলেন।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
মির্জা ফখরুল বাংলাদেশের কৃষি, শিল্প, গার্মেন্টস, স্বাস্থ্যসেবা ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে চীনের অব্যাহত সহায়তা কামনা করেন।
তিনি আরও অনুরোধ জানান, বাণিজ্য অসমতা দূর করতে পদক্ষেপ নেওয়াসহ আধুনিক প্রযুক্তি, কর্মদক্ষতা বৃদ্ধির বিষয়ে সহায়তার আহ্বান জানান। বিএনপি নেতারা জানান, বৈঠকটি ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ।