শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ন

কুড়িগ্রামে ১৩০ জন হোম কোয়ারেন্টাইনে

শাহীন আহমেদ, কুড়িগ্রাম :
  • আপডেট সময় শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০

কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় ২৫ জনসহ ১৩০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরা সবাই ঢাকা ফেরত। ইতিমধ্যে ৩৩২ জনের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে।

অন্যদিকে জেলার বিভিন্ন উপজেলায় করোনা ভাইরাসের উপসর্গ থাকার সন্দেহে ৩৮ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে এ পর্যন্ত ১৫ জনের রিপোর্ট এসেছে। এই ১৫ জনের রিপোর্ট নেগেটিভ। বাকীদের নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি।

সিভিল সার্জন ডা: মো: হাবিবুর রহমান জানান, এ পর্যন্ত জেলায় ৪৬২ জনের মধ্যে ৩৩২ জনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে। ৩৮ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হলেও ১৫ জনের নমুনার রিপোর্ট এসেছে নেগেটিভ। বাকীদের রিপোর্ট আসেনি।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com