শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:২০ অপরাহ্ন

চট্টগ্রামে আরও দুই করোনা আক্রান্ত রোগী শনাক্ত

চট্টগ্রাম ব্যুরো :
  • আপডেট সময় শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০

চট্টগ্রামে করোনাভাইরাসে সংক্রমিত আরও দুইজন রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে সাতজন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) চট্টগ্রামের ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকসাস ডিজিজেজ- বিআইটিআইডিতে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সংগ্রহ করা নমুনা পরীক্ষায় দুজনের সংক্রমণের বিষয়টি শনাক্ত হয়।

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাসান শাহরিয়ার কবির বলেন, ‘আজ (শুক্রবার) নমুনা পরীক্ষায় দুজনের পজিটিভ এসেছে। দুজনই পুরুষ। একজনের বয়স ৩৫, আরেকজনের ৫০। পরীক্ষা এখনো চলমান আছে। শেষ হলে মোট কতজনের পরীক্ষা হয়েছে সেটা বলা যাবে।’

নগর পুলিশের উপ-কমিশনার (বিশেষ শাখা) মো. আব্দুল ওয়ারিশ খান বলেন, ‘আক্রান্ত একজনের বাসা নগরীর ফিরিঙ্গিবাজার এলাকার শিববাড়ি লেইনে। আরেকজনের বাসা ইস্পাহানি গোলপাহাড় এলাকায়। তাদের চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলেশনে নেওয়া হবে।’

চট্টগ্রামে এর আগে পাঁচজনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়। এদের মধ্যে নগরীর দামপাড়ার বাসিন্দা বাবা-ছেলেও রয়েছেন। আক্রান্ত একজন নারীর বাসা নগরীর হালিশহরে। এছাড়া নগরীর সাগরিকা এবং সীতাকুণ্ড উপজেলায় আক্রান্ত দুজন পুরুষ রয়েছেন।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com